আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনা ভাইরাস। দিনদিন এই ভাইরাসে মৃ’তের সংখ্যা বে'ড়েই চলছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের। বিভিন্ন দেশে দেড় লক্ষ মানুষ এ ভাইরাসে আ’ক্রা'ন্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আ’ক্রা'ন্ত তিনজন রোগী শ'নাক্ত হয়েছে।
নতুন খবর হচ্ছে, ইতালিতে করোনায় মৃ’ত্যু বোনের লা'শ দা'ফনে কাউকে পাচ্ছেনা ভাই।
জানা যায়, শনিবার (১৪ মার্চ) করোনায় আ’ক্রা'ন্ত হয়ে ৪০ বছর বয়সী থেরেসা ফ্রান্জাসে মা'রা যান। কিন্তু তার মৃ’ত্যুর পরেও তাকে দা'ফন করতে পারছিলেন না বলে জানান থেরেসার ভাই। কারণ, কেউই করোনার রোগীর দা'ফনে এগিয়ে আসছিলেন না। এমনকী হাসপাতালগুলিও বারবার ফিরিয়ে দিচ্ছিল বলে অ'ভিযো'গ করেন ওই নারীর ভাই। যার জেরে গত ৩৬ ঘণ্টা ধরে মৃ’তবোনের দেহ আগলে বসেছিল ভাই। এমনই মর্মা'ন্তিক পরিস্থিতির শি'কার ইতালির নাপোলি এলাকার বাসিন্দা লুকা ফ্রা্ঞ্জে।
থেরেসার ভাই লুকা ফেসবুক লাইভে এসে বোনের লা'শ নিয়ে আ'হাজারি করে সেখানেই পুরো বিষয়টি জানান।
লুকা ফেসবুকে এসে কাঁদ'তে কাঁ'দতে বলেন, ‘আমার বোন তার বিছানায় ম'রে পড়ে আছে। আমি জানি না কী করতে হবে। আমি আমার বোনকে তার প্রাপ্য সম্মান দিতে পারছি না। সব প্রতিষ্ঠান আমাদেরকে ত্যা'গ করেছে। আমি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কেউ আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেরেসা ফ্রাঞ্জেসা নামের ওই নারী মৃ'গীরো'গে আ’ক্রান্ত ছিলেন। তবে গত সপ্তাহ পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। এরপরই তার করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হওয়ার লক্ষণ দেখা দেয়। গত শনিবার সন্ধ্যায় ইতালির তৃতীয় বৃহত্তম শহর নেপলসে নিজ বাড়িতে মা'রা যান তিনি। শহরটি ইতালির দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শহরও বটে। লুকা জানান, তার বোনের করোনা টেস্ট করা হয়েছে মৃ’ত্যুর পর!