আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নোভেল করোনাভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে শনিবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১০০ স্পর্শ করেছে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া সরকারি পরিসংখ্যানে এখনও পর্যন্ত ৮৪ জন আ'ক্রা'ন্ত বলে জানানো হয়েছে।
এই মুহূর্তে দেশের মধ্যে মহারাষ্ট্র থেকে সর্বাধিক করোনা সং'ক্রম'ণের ঘটনা সামনে এসেছে। শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে মোট ১৯ জনের শরীরে nCOVID-19 পাওয়া গিয়েছিল। এর চব্বিশ ঘণ্টা যেতে না যেতে শনিবার রাত পর্যন্ত সেই সংখ্যাটা এক লাফে বেড়ে হয়েছে ৩১। এ ছাড়া কেরালা থেকে মোট ২২টি Coronaviris-এ আ'ক্রা'ন্তের খবর পাওয়া গিয়েছে।
মহারাষ্ট্র ছাড়াও এদিন রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরালা থেকে একজন করে নতুন করোনা আ'ক্রা'ন্তের সন্ধান পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, ভারতে মোট করোনা আ'ক্রা'ন্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ১০ জন সম্পূর্ণ সুস্থ এবং দুই জনের মৃ'ত্যু হয়েছে। কর্নাটক এবং দিল্লিতে মৃ'ত্যুর ঘটনা ঘটেছে।
'
উদ্ভূত পরিস্থিতিতে শনিবার করোনাকে 'অবহিত বি'পর্যয়' (Notified Disaster) হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর আওতায় স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড (SDRF) বা রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল চিকিৎসা খাতে অর্থ বরাদ্দ করা যাবে।-এই সময়