আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস মহামা'রি নয়, বিশ্ব মহামা'রি। তাই রাজনীতি ও কূটনীতির বেড়া ভেঙে একে অপরকে পাশে চাইছেন সকলেই। করোনা ভাইরাসে শুরুরদিকে চীনের পর ইরান থাকলেও, ইতালি সেই ক্রমা'ন্বয় ব'দলে দিয়েছে।
এখন জানা যাচ্ছে চীনের পর ইতালি আর তৃতীয়স্থানে ইরান। এই পরি'স্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রুহানি জানিয়েছেন, করোনা ভাইরাস মো'কাবিলায় শ'ক্তহাতে একজোট হয়ে এই পরি'স্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে যৌথ সহযোগিতার বার্তা দিয়েছেন।
স্থানীয়ভাবে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন এবং আন্তর্জাতিকস্তরে সত'র্কতা, নতুন পন্থা আনার ক্ষেত্রেও নরেন্দ্র মোদিকে একজোট হওয়া এবং সাহায্যের হাত বাড়ানোর কথাও উল্লেখ করেছেন রুহানি। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পরছে তার চেয়েও দ্রুত যা ছড়িয়েছে তা করোনা ভাইরাসের আতং'ক।
মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে বাজারে শুরু হয়েছে কালোবাজারি। সকলেই নিচ্ছেন প্রাথমিক সুর'ক্ষা ব্যবস্থা। করোনা ভাইরাস মো'কাবিলায় মেডিক্যাল খাতের খরচ এবং চিকিত্সার খরচের ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। হাসান রুহানি বিশ্বের সব দেশের নেতাদের চিঠি লিখেছেন, সেই তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদিও।
আরও পড়ুন : করোনা ভাইরাসে ইরানে মৃত্যুমিছিল, বিশাল-বিশাল গণকবর!
সেই চিঠিতে বলা হয়েছে আমেরিকা রো'ধ করার ফলে ইরান কি ভ'য়ঙ্ক'রভাবে প্রভা'বিত হচ্ছে। তিনি চিঠিতে এও উল্লেখ করেছে যে, ভারত থেকে মেডিক্যাল সাপোর্ট পাওয়ার আশাপ্রকাশ করেছে ইরান। দেশের এই ভয়ং'কর পরি'স্থিতিতে ইরানের ভারতের সাহায্য ব্যা'পকভাবে প্রয়োজন বলেই জানা গিয়েছে।
সাম্প্রতিক সময়ে কাশ্মীর ইস্যু, কেন্দ্রের আনা নাগরিকত্ব ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে ভারতের বিপরীতে মন্তব্য করেছে ইরান। তবে করোনা ভাইরাসের এই ভ'য়াব'হ পরি'স্থিতিতে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।