রবিবার, ১৫ মার্চ, ২০২০, ১০:১৩:৩১

এবার স্পেন, একদিনেই করোনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুন! আক্রা'ন্ত ৮ হাজার

এবার স্পেন, একদিনেই করোনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুন! আক্রা'ন্ত ৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে একদিনের ব্যবধানেই মৃত্যুর সংখ্যা দ্বিগুন হয়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্পেন কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। ইতালির পর স্পেনও পুরো দেশকে কোয়ারেন্টাইন করায় ইউরোপে এখন ১০কোটি মানুষ গৃহব'ন্দী হয়ে পড়েছেন।

আগামী ৪৮ ঘন্টায় দেশটিতে বিদেশগমণ সহ ভ্রমণেও আরো ক'ঠো'র নিষে'ধা'জ্ঞা আসছে। ইউরোপে ইতালির পর স্পেনেই সবচেয়ে বেশি মানুষ করোনা ভাই'রাসে আক্রা'ন্ত হয়েছেন। স্পেনের সরকার ঘোষণা করেছে, খাদ্য ও ওষুধ কেনা এবং চিকিৎসা ও জরুরি কাজ ছাড়া আগামী ১৫ দিন সব মানুষকে নিজ ঘরেই অবস্থান করতে হবে।

প্রা'ণঘা'তী করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ। এর আগে করোনা ভাই'রাসে আক্রা'ন্ত হয়েছেন স্পেনের রানি লেতিজিয়া। স্পেন সরকারের এক মন্ত্রীও করোনা ভাই'রাসে আক্রা'ন্ত হয়েছেন। ওই মন্ত্রীর সংস্পর্শে এসেই করোনায় আক্রা'ন্ত হন রানি। সম্প্রতি রানি লেতিজিয়া ওই মন্ত্রীর গালে চুমু খেয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে