সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৭:০১

হিজবুল্লাহ আতঙ্কে ইসরাইল, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রধান বরখাস্ত

হিজবুল্লাহ আতঙ্কে ইসরাইল, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের শিয়া প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। এ কারণে ইসরাইলের লেবানন সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর পদস্থ কমান্ডার সামির কান্তার নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কায় লেবাননের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইসরাইলিদের সাবধানে চলাফেরা করতে বলেছে ইহুদিবাদী সেনাবাহিনী। সেইসঙ্গে লেবানন সীমান্তে মোতায়েন ইসরাইলি সেনাদেরকে সার্বক্ষণিকভাবে বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ইসরাইলের নিউজ ওয়েব পোর্টাল টাইমের বরাত দিয়ে কুয়েতি দৈনিক আল-কাব্বাস জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, তাদের পক্ষ থেকে হিজবুল্লাহকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। গত ২০ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে জারামানা এলাকায় এক বিমান হামলায় আট সঙ্গীসহ নিহত হন হিজবুল্লাহর পদস্থ কমান্ডার সামির কান্তার। হিজবুল্লাহ জানিয়েছে, কান্তার প্রায় ৩০ বছর ইসরাইলি কারাগারে আটক থাকার পর ২০০৯ সালে মুক্তি পেয়েছিলেন। হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ কান্তারকে হত্যার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করে বলেছেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অধিকার সংরক্ষণ করে তার সংগঠন। এদিকে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান ইয়াইর রামাতিকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মারাত্মক তথ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। ইসরাইলের সংবাদপত্র ‘টাইমস অব ইসরাইল’ র বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, আয়রন ডোম, ডেভিড্‌স স্লিং এবং অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রামাতির দায়িত্বে ছিল। কিন্তু তিনি এসব কর্মসূচির বিষয়ে তথ্য নিরাপত্তা লঙ্ঘন করেছেন। ফলে তার বিরুদ্ধে আনা এ অভিযোগ সংশ্লিষ্ট বিভাগ দেখভাল করবে। টাইমস অব ইসরাইল বলছে, রামাতির ব্যক্তিগত কম্পিউটারে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ক তথ্য জমা করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৮১ সাল থেকে রামাতি ইসরাইলের এসব ক্ষেপণাস্ত্র প্রকল্প এবং এ সংক্রান্ত নানা কাজ করে আসছেন। সূত্র: রেডিও তেহরান ২৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে