আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব তট'স্থ। আরও ভ'য়াবহ করোনা পরি'স্থিতি ভারতেও। মহারাষ্ট্রে আরও ৫ জনের শরীরে মিলল কোভিড-১৯। সবচেয়ে বেশি আক্রা'ন্তের সংখ্যা মহারাষ্ট্রেই। সব মিলিয়ে ভারতে আক্রা'ন্তের সংখ্যা পৌঁছাল ১০৭ জন। মুম্বাইয়ে জারি হল ১৪৪ ধারা। করোনা আত'ঙ্কে ১৪৪ ধারা জারি জম্মু-কাশ্মীরে।
ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে মৃ'ত্যু হয়েছে ২ জনের। করোনা ভাইরাসের জে'রে দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, সিনেমা হল, শপিং মল। অন্যদিকে, নাগপুরে করোনা আক্রা'ন্ত হয়েছে ১ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১০ জন। বাকি ১৭ জন অন্য দেশের নাগরিক। ৮৫ জনের মধ্যে ৬৮ জন ভারতীয়।
দেশটির সরকারের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসে কেউ আক্রা'ন্ত হয়ে মা'রা গেলে, সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। চিকিত্সক ও চিকিত্সা কর্মীরাও যদি করোনা আক্রা'ন্ত হয়ে মা'রা যায়, তা হলেও ৪ লক্ষ টাকা সরকারি সাহায্য পরিবারকে দেওয়া হবে। সব রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় বিপ'র্যয় মো'কাবিলা তহবিলের অর্থে করোনা বিপ'র্যয়ের মো'কাবিলা করতে হবে।