আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতিদিনই বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রকোপ, ফলেই বাড়ছে আ’ক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। শুধু তাই নয়, করোনাভাইরাসের প্রকোপে দেশটিতে মারা গেছেন দুইজন।তবে ভারতের হিন্দু গুরুদেবদের দাবি, একমাত্র গোমূত্র পানেই সারাতে পারে করোনাভাইরাস!
যদিও এর আগে ভারতীয় বিশেষজ্ঞরা বারবার জানিয়েছেন, গোমূত্রের ব্যবহারে ক্যানসার বা করোনাভাইরাস তো দূরের কথা, সাধারণ সর্দি-কাশিও কমে না। তবে তা সত্ত্বেও ভারতের বেশ কিছু হিন্দু সংগঠন গোমূত্রকে অনেক রোগের প্রতিষেধক হিসেবে প্রচার করে আসছে।
জানা গেছে, ভারতের হিন্দুত্ববাসী সংগঠন অখিল ভারতীয় হিন্দু মহাসভা দিল্লিতে গত শনিবার তাদের দলীয় কার্যালয়ে গোমূত্র
পার্টির আয়োজন করে। সেখানে তারা প্রায় ২০০ জনকে গোমূত্র পান করিয়েছে। আর তা করানো হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতেই করোনাভাইরাসে আ’ক্রা'ন্ত হয়ে দিল্লিতে মৃ’ত্যু হয়েছে এক বৃদ্ধার। তাছাড়া বেঙ্গালুরু এবং দিল্লিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে করোনা। কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং রাজস্থানেও করোনা আ'ক্রা'ন্ত ব্যক্তির খোঁ'জ পাওয়া গিয়েছে।