আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রতিষেধ'ক খুঁ'জে পাওয়া গেছে বলে দা'বি করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। চলতি মাসের শেষের দিকেই করোনা আক্রা'ন্ত রো'গীরা এই ওষুধের সফল ব্যবহার শুরু করতে পারবে বলছেন অধ্যাপক ডেভিড প্যাটার্সন এবং তার দল।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে অধ্যাপকে ডেভিড প্যাটার্সন বলেন, করোনা রো'গের এই প্রতিষেধ'ক সফল হবে এবং মানুষকে সুস্থ করে তু'লবে। দুইটি রো'গের ওষুধ দিয়ে তৈরী করা হয়েছে করোনার এই প্রতিষেধ'ক। এইচ আই'ভি এবং ম্যা'লেরি'য়ার ওষুধ নিয়ে তৈ'রী হয়েছে প্রা'ণঘা'তী করোনার ওষুধ। করোনার এই প্রতিষে'ধকের খবর বিশ্ববাসীকে কিছুটা হলেও স্ব'স্তি এ'নে দেবে। আরও পড়ুন: অবশেষে করোনা গবেষণায় সাফল্যের পথে বাঙালি বিজ্ঞানী!
এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনায় আক্রা'ন্ত হয়েছে ৩৫০ জন মানুষ। ম'র'ণঘা'তী করোনায় সারা বিশ্বে ৬৫০০ মানুষ মা'রা গেছে। আক্রা'ন্ত হয়েছে ১লাখ ৬৯ হাজার মানুষ।