সোমবার, ১৬ মার্চ, ২০২০, ০৯:০৫:১৯

'আমাদের করোনা ভাইরাস বোলো না', করোনা নিয়ে বাড়ছে বর্ণবিদ্বে'ষ, ভাই'রাল ভিডিও

'আমাদের করোনা ভাইরাস বোলো না', করোনা নিয়ে বাড়ছে বর্ণবিদ্বে'ষ, ভাই'রাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস আত'ঙ্ক গ্রা'স করছে ভারতকে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গু'জবের সংখ্যা। ''আমিষ খেলে কোভিড-১৯'এ আক্রা'ন্ত হওয়ার সম্ভাবনা বাড়ে'' থেকে শুরু করে 'গোমূত্র খেলে করোনা ভাইরাস সেরে যাবে'র মতো গু'জবে ভরেছে। এরমধ্যে মাথাচাড়া দিচ্ছে ব'র্ণবিদ্বে'ষও। 

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে পড়াশোনা বা কাজের সূত্রে অন্য রাজ্যে আসা মানুষরা করোনা ভাই'রাসের প্রাদু'র্ভাবে নিয়মিত শি'কার হচ্ছেন ব'র্ণবিদ্বে'ষের। রাস্তায় তাদের উদ্দেশ্য করে ক'টু মন্তব্য করা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে করোনা ভাই'রাস সং'ক্র'মণের জন্য সরাসরি দা'য়ী করা হচ্ছে তাদের।

সম্প্রতি পাঞ্জাবের চুন্নি কালান নামে এক ছোট্ট গ্রামে বসবাস করা কয়েকজন উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের ছাত্রছাত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে করোনা ভাই'রাস সং'ক্র'মণ ছড়িয়ে পড়াতে কীভাবে তাদের নিয়মিত বর্ণ বি'দ্বে'ষের শি'কার হতে হচ্ছে তা ব্যাখ্যা করেছেন তারা। 

ভিডিওতে তারা অভিযোগ করেছেন এতদিন তারা ভারতীয় হওয়া সত্ত্বেও তাদের কখনও নেপালি, কখনও চীনা কখনও চিঙ্কি-র মতো অ'পমা'নবোধক সম্বোধন করা হতো। কিন্তু, করোনা ভাই'রাস সং'ক্র'মণের বাজারে তাদের নতুন নামে ডাকা হচ্ছে, 'করোনা ভাইরাস'। ফেসবুকের ওই ভিডিও-তে তারা আবেদন করেছেন, 'আমাদের করোনা ভাইরাস বোলো না'। 

আরও পড়ুন : 'আমার শরীর স্পর্শ করলেই বিষ খাব', বাসর রাতে স্বামীকে হু'মকি নববধূর

কারণ, এই অ'পমা'নজনক সম্বোধনে তাদের জন্য অত্যন্ত ক্ষ'তিকর, নিরু'ত্‍সাহজনক এবং এতে তাদের পড়াশোনারও ব্যা'পক ক্ষ'তি হচ্ছে। তবে বর্ণবি'দ্বে'ষ শুধু সম্বোধনেই শেষ হয়ে যায়নি, ভিডিও-তে ওই শিক্ষার্থীরা আরও অ'ভিযো'গ করেছেন, তাদের কয়েকজন বন্ধুবান্ধবকে বাড়ি ভাড়া দিতেও চাইছেন না কেউ। কারণ মানুষ মনে করছেন তারা বোধহয় চীন থেকে এসেছেন।

এই অবস্থায়, ওই ভিডিওটি যারা দেখবেন, তাদের ভারতের মানচিত্র সম্পর্কে শিক্ষিত হতে এবং উত্তর-পূর্ব রাজ্যগুলি সম্পর্কে আরও তথ্য জানার জন্য অনুরোধ করা হয়েছে। করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়েছে। কিন্তু, তারা ভারতীয়। এই ভিডিওটি পোস্ট করার পরই সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয়েছে। বহু মানুষ ভিডিওটি দেখেছেন, শেয়ার করেছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে