আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কোম শহর হচ্ছে চীনের পর করোনাভাইরাসের দ্বিতীয় কেন্দ্রশহর। এই ম'হামা'রী ছ'ড়িয়ে পড়ার পর সেখানে অবস্থানকারী শত শত মানুষ আ'তঙ্কি'ত হয়ে ইরান ছে'ড়ে চলে যায়।ইরান ছে'ড়ে আসা ওই নাগরিকরা ইরাক, লেবানন ও উপসাগরীয় অঞ্চলে তারা ছ'ড়িয়ে পড়ে। এর ফলে এই ম'হামা'রি সেসব অঞ্চলেও ছ'ড়িয়ে পড়েছে।
ইরান সরকার প্রথমে কোনো ধ'রনের প্র'স্তুতি না নিয়ে বরং গো'পন করার চে'ষ্টা করেছিল। তবে কয়েক দিন পে'রিয়ে যাওয়ার পর যখন সং'ক্র'মণ ও মৃ'ত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃ'দ্ধি পা'চ্ছিল তখন আর বিষয়টি চা'পা দিতে পারেনি।অপ্র'স্তুত অবস্থায় যেসব মানুষ আক্রা'ন্ত হয়ে উপসাগরীয় অন্যান্য অঞ্চলে সফর করেছে বা আ'ত'ঙ্কগ্র'স্ত হয়ে স'রে পড়তে চেয়েছে মূলত তাদের মাধ্যমেই উপসাগরীয় দেশগুলো আক্রা'ন্ত হয়েছে।
ইরান সর্বপ্রথম ১৯ ফেব্রুয়ারি কোম শহরে দুজন ব্যক্তি আক্রা'ন্ত হয়েছেন বলে জানিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, তারা সেদিনই মা'রা গিয়েছে।
২১ শে ফেব্রুয়ারি তেহরান সরকারের নী'রব'তার মধ্যে কর্তৃপক্ষ করোনার সং'ক্র'মণ এবং আক্রা'ন্ত হওয়ার ফলে আরও দু'জনের মৃ'ত্যু হয়েছে বলে ঘো'ষণা দেয়।এরপর খুব শীঘ্রই ওই অঞ্চলের দেশগুলোতে আ'ত'ঙ্ক ছ'ড়িয়ে পড়ে। লেবাননে সর্বপ্রথম করোনাভাইরাস ছ'ড়ায় একজন নারীর মাধ্যমে, যিনি ইরানের কোম শহর থেকে গিয়েছিলেন।
ইরানে ক্র'মব'র্ধমান আক্রা'ন্ত ও নি'হ'তের সংখ্যা প্রতিবেশী দেশগুলোর জন্য উ'দ্বে'গের কারণ হয়ে পড়ে। যার ফলে ইরাক তার দেশের নাগরিক ছা'ড়া ইরান থেকে আগ'ত কেউ যাতে ইরাকে ঢু'কতে না পারে সেজন্য ক'ঠোর পদক্ষে'প গ্রহণ করে।কুয়েত সরকারও একই ধ'রণের পদক্ষে'প গ্রহণ করে। কুয়েত ইরানের সঙ্গে পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত সাময়িকভাবে বিমান যোগাযোগ স্থ'গিত করে। সমুদ্রবন্দরের মাধ্যমেও যাতায়াত ব'ন্ধ করে দেয়।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রী নাগরিকদের ইরানের কোম শহরে ভ্রমণ না করার পরামর্শ দেন। এবং যারা ওই শহর থেকে আগমন করবে তাদের জন্য বাধ্য'তামূ'লক কোয়ারেনটেইনে থাকতে হবে, অন্য'থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান। তবে এসব পদক্ষে'প কোনোই কাজে আসেনি।
উপসাগরীয় দেশগুলো একে একে আক্রা'ন্ত হয় এবং বলা যায়, সবগুলো রাষ্ট্র ইরানের মাধ্যমেই আক্রা'ন্ত হয়েছে। বরং ২৪ ফেব্রুয়ারি ইরাক, কুয়েত ও বাইরাইন একই সঙ্গে ভাইরাসে আক্রা'ন্ত হওয়ার কথা জানায়।
সবগুলো দেশে ইরান থেকে আগমনকারীদের মাধ্যমেই এই ভাইরাস ছ'ড়িয়েছে বলে দেশগুলো অভি'যোগ করেছে সৌদি মিডিয়া। কীভাবে ইরান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছ'ড়িয়েছে তার একটা চি'ত্রও দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল হুররা।
ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবে'দন অ'নুসা'রে ইরান থেকে বিভিন্ন দেশে কীভাবে মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছ'ড়ায় তার একটা চি'ত্র তু'লে ধ'রা হয়।