মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ০২:৫৮:১৫

এইমাত্র পাওয়া খবর- ভারতের জম্মু ও কাশ্মীরে তু'মুল গো'লাগু'লি শুরু, এখন পর্যন্ত নিহ'ত ৪

এইমাত্র পাওয়া খবর- ভারতের জম্মু ও কাশ্মীরে তু'মুল গো'লাগু'লি শুরু, এখন পর্যন্ত নিহ'ত ৪

আন্তর্জাতিক ডেস্ক : আবারও উত্ত'প্ত হয়ে উঠেছে ভারতের জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার সকাল ৬টা থেকে গো'লাগু'লি শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর গু'লিতে চারজন নিহ'ত হয়েছে। ভারতীয় পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে। 

গত রবিবার সকাল থেকে উ'ত্ত'প্ত হয়েছিল জম্মু ও কাশ্মীর। ভারতের অ'ভিযোগ, জম্মু-কাশ্মীরের মেন্ধর ও মানকোট সেক্টরে সংঘ'র্ষবিরতি ল'ঙ্ঘ'ন করেছে পাকিস্তান।

ভারতীয় পুলিশ জানিয়েছে, নিহ'ত চারজনের মধ্যে একজন পাকিস্তানের ম'দতপুষ্ট হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত আছেন। অন্যদিকে বাকি তিনজন লস্কর-এ-তৈয়বার সঙ্গে যুক্ত। 

স্থানীয় পুলিশ সুত্রে জানিয়েছে, ভারতীয় সেনা গোপন সুত্রে খবর পেয়ে ত'ল্লাশি অ'ভিযান চা'লিয়েছে। সে সময় জ'ঙ্গিরা পা'লানোর চেষ্টা করে গোটা এলাকা ঘি'রে ফেলা হয়।

স্থানীয় সূত্রে বলছে, আজ সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায় আ'চমকা গু'লির শব্দ শুনে চম'কে ওঠেন ওই এলাকার বাসিন্দা। নিরাপত্তারক্ষী ও জ'ঙ্গিদের গু'লির ল'ড়াইকে কেন্দ্র করে তী'ব্র উ'ত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়া'স্ত্র ও কা'র্তুজ উ'দ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। মৃ'তদের পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে, এই ঘটনার জেরে অনন্তনাগ ও কুলগাম এলাকায় সাসপেন্ডেড ইন্টারনেট পরিষেবা। 

পুলিশ জানিয়েছে, রাতে খবর আসে অনন্তনাগের দয়ালগাম এলাকায় বেশ কয়েকজন জ'ঙ্গি লু'কিয়ে আছে। সেই খবরের ভি'ত্তিতে সেখানে ত'ল্লাশি চা'লাচ্ছিলেন পুলিশকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ভোরে ত'ল্লাশি চালানোর সময় তাঁদের লক্ষ্য করে গু'লি চা'লায় জ'ঙ্গিরা। এরপরই উভয়পক্ষের মধ্যে তু'মুল ল'ড়াই শুরু হয়। কিছুক্ষণ বাদে গু'লি চালানো বন্ধ' হলে ঘটনাস্থলে ত'ল্লাশি শুরু করা হয়। সেখান থেকে চার জ'ঙ্গির মৃ'তদেহ ও প্রচুর আগ্নে'য়া'স্ত্র উদ্ধার হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে