মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ০৯:৩৯:১৬

করোনার ভ'য়ে নেদারল্যান্ডসে গাঁ'জা কিনতে দী'র্ঘ লাইন!

করোনার ভ'য়ে নেদারল্যান্ডসে গাঁ'জা কিনতে দী'র্ঘ লাইন!

আন্তর্জাতিক ডেস্ক: এখন করোনা আত'ঙ্ক তা'ড়া করে বে'ড়া'চ্ছে। বিভিন্ন দেশে রীতিমতো ল'কডা'উন পরি'স্থিতি তৈরি হয়েছে। কেউ যানে না, কোন পরি'স্থিতিতে গিয়ে ঠে'কবে অব'স্থা!‌ তাই সকলেই বাজার, দোকান করে রাখছেন। চাল ডাল কিনে রাখছেন, মাংস, ডিমও কিনে রাখছেন কেউ কেউ। কিন্তু নেদারল্যান্ডসের চেহারা একেবারে অন্যরকম। 

কারণ এখানে লোকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি লোকে কিনতে শুরু করেছে গাঁ'জা। কোনদিন দোকান ব'ন্ধ হয়ে যাবে, সেই ভ'য়ে লোকে লাই'ন দিচ্ছে গাঁ'জার দোকানে। এমনই একটি ছবি তু'লে টুইটারে পোস্ট করেছেন একজন। সেখানে দেখা যাচ্ছে প্রায় ১০০ লোক লম্বা লাইন করে দাঁড়িয়ে আছেন। তারা নাকি সকলেই গাঁ'জা কিনছেন। 

ছবিটি নাকি নেদারল্যান্ডসের ল'কডা'উন হওয়ার আগের দিনের ছবি। এর আগে দেখা ইতালিতে কো'য়ারেন্টা'ইন অবস্থায় কীভাবে কত মানুষ একসঙ্গে গান গাইতে শুরু করেছেন। স্পেনেও একই দৃ'শ্য ধ'রা পড়েছে। আর এভাবেই মানুষ সময় কা'টাচ্ছে। আর সেই সময়ে নে'শার দ্র'ব্য'টিও গু'ছিয়ে রাখতে চাইছেন সকলে। তাই দোকান ব'ন্ধ হওয়ার আগে গাঁ'জা কি'নে নেওয়ার শেষ কাজটি করে রাখতে চাইছেন অনেকেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে