আন্তর্জাতিক ডেস্ক: ১০ মাসের অনা'থ কুকুরের আশ্র'য় খোঁ'জার জন্য নেটিজেনদের কাছে আ'র্জি জানালেন শিল্পপতি রতন টাটা। দেশের প্রথম সারির এই শিল্পপতির এমন আবাদেন নিয়ে সা'ড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই আ'র্জিতে রতন টাটা জানিয়েছেন, পুনেতে ওর জন্য একটা পরিবার খুঁ'জে দিন। সঙ্গে ১০ মাসের এক সারমেয়র ছবিও পোস্ট করেছেন তিনি। তিনি জানিয়েছেন ‘সুর’ নামে ওই সারমেয় গত কয়েক মাসে একাধিকবার পরিবার ব'দল করে ফে'লেছে। সেই ‘অনা'থ’ সুরের ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই শিল্পপতি। যে ছবি ইতিমধ্যে লক্ষাধিক লাইক ও শেয়ার পেয়েছে। এর আগে মিরা নামে এক পরিত্য'ক্ত লেব্রাডরকে এভাবেই পরিবার খুঁ'জে দিয়েছিলেন রতন টাটা। সেই প্রস'ঙ্গ উল্লেখ করে অশীতিপর শিল্পপতি লিখেছেন, আগেরবার আপনারাই মিরাকে বাবা-মা খুঁ'জে দিয়েছিলেন। এবার সুরের জন্যও আপনাদের দ্বা'র'স্থ আমি। ওকে লালন পালন করার করার কেউ নেই। তাই আসুন একসঙ্গে ওর জন্য পরিবার খুঁ'জে দিই।আরও পড়ুন: যে দুই রোগ থাকলে করোনায় মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি
রতন টাটা সোশ্যাল মিডিয়ায় এসেছেন সম্প্রতিই। কিন্তু এরই মধ্যে বেশ জনপ্রিয় তিনি। কখনও নিজের যৌবনের ছবি শেয়ার করেই হোক, কখনও বা কোন সামাজিক বিষয়ে, রতন টাটার পোস্ট মাঝে মাঝেই নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে উঠছে। তবে এবার তিনি যা শেয়ার করেছেন, তাতে আ'প্লু'ত হয়ে পড়েছেন অনেকেই।
ইনস্টাগ্রামে কুকুরটির ছবি দিয়ে রতন টাটা লিখেছেন, ‘ছোট থেকে বহুবার পরিবার ব'দলে গিয়েছে সুর নামে ওই কুকুরটির। কিন্তু, এখন তাকে দেখাশোনা করার কেউ নেই। গতবার মা'ইরা'র জন্য আপনারা একটি সুন্দর পরিবার খুঁ'জতে সাহায্য করেছিলেন। এবারও আশা রাখি সেই কাজ করবেন। সুরকে যারা দ'ত্তক নিতে চান অথবা তাকে দ'ত্তক নিতে ইচ্ছুক কোনও পরিবারকে চেনেন, তাহলে আমাকে জানান।’
ভারতের অন্যতম বড় শিল্পপতির এহেন আবেদন দেখে অনেকেই বলছেন, অনেক উঁচুতে উঠলেও নিজের পা যে মাটিতে রাখা যায়, রতন টাটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অনেকেই ভূয়সী প্রশংসা করেছেন তাঁর। যদিও একটি দেশি কুকুর হলেও তাকে যে দ'ত্তক নেবেন, সেই পরিবারের সমস্ত তথ্য তাঁর কাছে জমা করতে হবে বলেও লিখেছেন রতন টাটা।
ওকে দত্তক নেওয়ার স্বা'র্থে একটা ফর্মও ওই পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন টাটা। তাতে উল্লেখ, “রতন টাটা বলছেন বলে, দত্তক নেবেন না। যদি পশুপ্রেমী হন, তবেই দত্তক নেবেন।” সূত্র: দ্য ওয়াল