বুধবার, ১৮ মার্চ, ২০২০, ০৩:৩২:১১

করোনা থেকে বাঁ'চতে গোমূ'ত্র পান করে হাসপাতালে ভর্তি

করোনা থেকে বাঁ'চতে গোমূ'ত্র পান করে হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক : গোমূত্র পান করলেই করোনা ভাইরাসের সং'ক্রমণ ঠে'কা'নো যাবে! এই ভাবনাচিন্তার জে'রে গোমূত্র পান করে অসু'স্থ হয়ে পড়লেন ভারতের ঝাড়গ্রামের এক ব্যক্তি।খবর সংবাদ প্রতিদিনের

গোমূত্র পান করার পর থেকে তাঁর গলা জ্বা'লা, পে'টের য'ন্ত্রণা শুরু হয় বলেই দাবি। ওই যুবক বর্তমানে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি। চিকিৎসকদের দাবি, আপাতত বি'পন্মু'ক্ত তিনি।

এ প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃ'ধা বলেন, ‘ওই ব্যক্তি আপাতত এই হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত সু'স্থ রয়েছেন তিনি। গোমূত্রে ব্যাক'রেটিয়া থাকে। যা খেলে অনায়াসেই যে কেউ অসু'স্থ হয়ে পড়তে পারেন। নানা শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। ঠিক সেরকমই তাঁর শারী'রিক অসু'স্থতা দেখা গিয়েছে।’

এর আগে সোমবার ভারতের জো'ড়াসাঁকোয় গোপুজো করে গোমূত্র পা'ন করান গে'রুয়া শি'বিরের নেতারা। এই ঘটনায় যদিও বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়কে গ্রে'প্তার করে কলকাতা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে