আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস ঘুম কে'ড়ে নিয়েছে মার্কিনিদের! প্রতিদিনই যুক্তরাষ্ট্রে করোনায় আ'ক্রা'ন্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে করোনায় আ'ক্রা'ন্ত হয়েছেন ছয় হাজার পাঁচশ ২৪ জন। আর করোনায় আ'ক্রা'ন্ত হয়ে প্রাণ হা'রিয়েছেন একশ ১৬ জন। এমন পরি'স্থিতিতে আরো এক দুঃ'সংবাদ দিল দেশটির নৌবাহিনী।
মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, তাদের যু'দ্ধজাহাজের একজন নাবিকের শরীরে করোনা ভাইরাসের উপ'স্থিতি পাওয়া গেছে। কিন্তু এই ফলাফলটি স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করবে। এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, অ্যাসল্ট জাহাজ ইউএসএস বক্সারে (এলএইচডি-ফোর) থাকা এক নাবিকের শরীরে করোনা পাওয়া গেছে। তবে বিষয়টি নি'শ্চিত নয়। কারণ টেস্ট করার পর অনুমান করা হচ্ছে যে তিনি করোনায় আ'ক্রা'ন্ত হয়ে থাকতে পারেন।
ওই নাবিকের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বলা হয়, তাকে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। আর তার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। নৌবাহিনী বলেছে, ওই নাবিকের করোনা হয়েছি কি-না তা নি'শ্চিত করবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরো'ধবিষয়ক কেন্দ্র।