আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে বাড়ছে করোনা আত'ঙ্ক। করোনা আক্রা'ন্ত স'ন্দে'হে রাজধানীতে আ'ত্মঘা'তী এক রোগী। দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অস্ট্রেলিয়া সিডনি থেকে কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন তিনি। হাসপাতালের আট তলা থেকে ঝাঁ'পিয়ে আ'ত্মঘা'তী হন তিনি।
বুধবার রাত ৯ টায় ওই রোগীকে হাসপাতালে করোনা আক্রা'ন্ত স'ন্দে'হে ভর্তি করা হয়েছিল। এরপরেই আ'ত্মঘা'তী হয় ওই রোগী। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত হয় সিডনি ফেরত রোগীকে। কিন্তু কঠিন সময়ে হুঁ'শ খুইয়ে আত্মঘা'তী হলেন ওই রোগী। রোগীর রিপোর্ট পজি'টিভ না নেগে'টিভ সে সম্পর্কে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, বর্তমানে সারা ভারত জুড়ে আ'ক্রা'ন্ত নাগরিক ১২৬ জন। আ'ক্রা'ন্ত বিদেশি নাগরিকের সংখ্যা ২৫ জন। সব মিলিয়ে ভারতে মোট আ'ক্রা'ন্তের সংখ্যা ১৫১ জন। এদের মধ্যে ১৪ জন আ'ক্রা'ন্তকে সুস্থ করা গেছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ভারতে মৃ'তের সংখ্যা ৩।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যে পর্যন্ত দেশের মোট ১৭ টি রাজ্যে ছড়িয়েছে এই মা'রণ ভাইরাস। মহারাষ্ট্রে আ'ক্রা'ন্ত রয়েছে মোট ৪২ জন। এদের মধ্যে ৩ জন বিদেশি নাগরিক ও বাকি ৩৯ জন ভারতীয়। এরপরের স্থানে রয়েছে কেরালা সেখানে আ'ক্রা'ন্তের সংখ্যা ২৫। এছাড়া আরও ২ জন বিদেশি নাগরিক কেরালায় অসুস্থ। সূত্র : ইন্ডিয়া টুডে