সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:৩২:২২

বিশ্বকে তাক লাগিয়ে দেয়া ১০ নারী

বিশ্বকে তাক লাগিয়ে দেয়া ১০ নারী

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সাল প্রায় শেষের দিকে। বছরজুড়ে বিশ্বব্যাপী আলোচিত ও সমালোচিত ১০ নারীকে নিয়ে এবারের আয়োজন। নিলুফার দেমির। মাত্র ২৯ বছর বয়সী এক তুর্কি আলোকচিত্রী। ইউরোপের অভিবাসী সংকট নিয়ে দোগান নিউজ এজেন্সিতে কাজ করেন নিলুফার। কিছু দিন আগেও বিশ্ববাসীর কাছে নিলুফার দেমির ছিলেন অপরিচিত এক নাম। তবে কখনো কখনো একটি কাজই মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়, ইতিহাসের অংশে পরিণত করে। অভিবাসী সংকট নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ দীর্ঘদিনের। এই সমস্যা মোকাবিলায় বারবার ইউরোপের দেশগুলোর প্রতি আহবান জানিয়ে আসছে মানবাধিকার সংগঠন। কোনো কিছুতেই যেন কানে পানি যাচ্ছিলো না ইউরোপীয় নেতৃবৃন্দের। কিন্তু ২ সেপ্টেম্বর ইজিয়ান সাগরের তুরস্ক উপকূলে মারা যাওয়া আয়লান কুর্দির সেই ছবিটা তোলার পর থেকেই বিশ্ববাসীর প্রিয় মানুষে পরিণত হলেন নিলুফার দেমির। দেমিরের সেই ছবিটি বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই ইরাক-সিরিয়ার শরণার্থীদের জন্য খুলতে শুরু করে ইউরোপের দরজা। তিন বছরের আয়লানের ছোট মৃতদেহটি থেকে অল্প দূরেই পড়েছিলো তার বড় ভাই গালিপের মৃতদেহ। খবর পেয়ে সেখানে আসার পর দুই শিশুর মৃতদেহ দেখে হয়তো মনের মধ্যে হুহু করে উঠেছিলো দেমিরের। কিন্তু আবেগের থেকে পেশাগত দায়িত্বকে গুরুত্ব দিয়ে তিনি ক্যামেরা চালিয়ে গেছেন। এই ছবির মধ্য দিয়ে তিনি বিশ্ববাসীর কাছে অভিবাসীদের প্রকৃত অবস্থার একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছেন। এই ছবির কারণে যে তিনি বিখ্যাত হবেন সেটি হয়তো তার মাথায় ছিলো না। থাকার কথাও নয়, কারণ কেউ যখন খ্যাতির জন্য কোন সৃষ্টিশীল কাজ করেন তখন সেটি আর সৃষ্টিশীল থাকে না। এই ছবির মধ্যেই ফুটে ওঠে মানুষের পৃথিবীর বৈষম্য আর ভেদাভেদ, এই ছবির মধ্যেই ফুটে ওঠে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর শরণার্থীদের অসহায়ত্ব, ফুটে ওঠে অনাগত আগামী প্রজন্মের জন্য এখনো জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতা। দেমির জানতেন, আয়লানের মতো শত শত শরণার্থী শিশু প্রতিদিন মৃত্যুভয়ের মধ্য দিয়ে বেঁচে আছে। মারা যাওয়া ঐ শিশুটির খবর জানানোর জন্য তার কাছে সবচেয়ে শক্তিশালী যে অস্ত্র ছিলো— সেটি তার ক্যামেরা। প্রথম নারী কমান্ডার পূজা: প্রথম নারী কমান্ডার হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে ইতিহাস গড়েন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার পূজা ঠাকুর। ইতিহাসে এই প্রথম কোনো নারী সেনা অফিসার গার্ড অব অনার অনুষ্ঠানের নেতৃত্বে। তখন এ প্রসঙ্গে পূজা বলেছিলেন, ‘আমি প্রথমে একজন অফিসার, তারপরে একজন নারী।’ তবে ব্যাপারটি একেবারে হুট করে ছিল না। চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে মূল বিষয় ছিল ‘নারীশক্তি’। তারই ধারাবাহিকতায় ‘গার্ড অব অনার’ প্রদান করেন পূজা। এর মধ্যে দিয়ে নতুন অর্জন গড়েছে নারীরা। এই ঘটনা পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়। মহাকাশে ইতিহাস গড়লেন প্রথম ইতালীয় নারী: ইতালির প্রথম নারী নভোচারী বহনকারী রাশিয়ার সয়ুজ মহাকাশযান নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভিড়েছে। নাসা এ কথা জানিয়ে বলেছে, সয়ুজে ইতালির সামান্থা ক্রিস্তোফোর্তি (৩৭) ছাড়াও রুশ নভোচারী অ্যাস্ত শাখাপের ও আমেরিকান টেরি ভার্টস রয়েছেন। রাশিয়ার কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে উড্ডয়নের ছয় ঘণ্টা পর নভোযানটি আইএসএসে পৌঁছে। এ তিন নভোচারী ২০১৫ সালের মে মাস পর্যন্ত মহাকাশে অবস্থান করেছিলেন। যাওয়ার সময় তারা প্রায় এক কিলো কেভিয়ারসহ আপেল, কমলা, টমেটো, হিমায়িত শুকনো দুধ এবং চিনি ছাড়া ব্ল্যাক-টি নিয়ে গেছেন। এ ছাড়া তারা প্রথমবারের মতো ইতালীয় কোম্পানি লাভাজ্জার তৈরি কফি তৈরির মেশিনও নিয়ে গেছেন। ইতালীয় বিমান বাহিনীর ক্যাপ্টেন ক্রিস্তোফোর্তি মহাকাশে যাওয়া প্রথম নারীই নন, তিনি ইতালির কফি তৈরির মেশিনটি কক্ষপথে নিয়ে গিয়ে ইতিহাসও সৃষ্টি করেছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬টি দেশ আইএসএসে কাজ করছে। মিয়ানমারের নির্বাচনে সুচির সুনামি জয়: মিয়ানমারে অনুষ্ঠিত ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ফল সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৭৭ দশমিক ৩ শতাংশ আসন পেয়ে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সেনাবাহিনীর প্রতিনিধিদের জন্য উচ্চকক্ষে ৫৬টি ও নিম্নকক্ষে ১১০টি আসন সংরক্ষিত আছে। যা মোট আসনের ২৫ শতাংশ। নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন ২০১৬ সালের জানুয়ারিতে বসার কথা রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। আর মার্চে গঠন করা হবে নতুন সরকার। নতুন বছরের মার্চেই বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। সাহিত্যে নোবেল পেলেন সোয়েতলানা আলেক্সিয়েভিচ: সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের লেখক, অনুসন্ধানী সাংবাদিক সোয়েতলানা আলেক্সিয়েভিচ। যার ‘বহুস্বরের’ গদ্যকে সুইডিশ অ্যাকাডেমি অভিহিত করেছে ‘সমকালীন যাতনা আর সাহসিকতার সৌধ’ হিসেবে। সাহিত্যে নোবেল বিজয়ী ১১২তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমির প্রধান সারা দানিউস। ৬৭ বছর বয়সী সোয়েতলানা আলেক্সিয়েভিচ হলেন চতুর্দশ নারী, যিনি সাহিত্যে নোবেল পেলেন। গত বছরও এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় তার নাম ছিল। ইতিহাসে নাম লেখালেন সালমা বেগ: ভারতের রেলওয়েতে এক মুসলিম তরুণীকে প্রথম মহিলা গেটওম্যান নিয়োগ দেয়া হয়েছে। মির্জা সালমা বেগ নামের ২২ বছর বয়সী নারী উত্তর প্রদেশের লক্ষেৗয়ের মল্লারপুরের স্টেশনের রেলওয়ে লেভেল ক্রসিংয়ে গেটওম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। ভারতীয় রেলের ইতিহাসে তিনিই একমাত্র মহিলা গেটওম্যান। সাধারণত গেটম্যান পদে মেয়েদের পরিবর্তে ছেলেরা চাকরির আবেদন করে থাকেন। যদিও রেলওয়ে নিয়মে এই পদে ছেলে এবং মেয়ে সকলেই আবেদন করতে পারে। মির্জা সালমা বেগ নামের ওই তরুণী নিজেই বেছে নিয়েছেন গেটওম্যানের চাকরি। তিনি এখন স্টেশনে ট্রেন ঢোকার আগে লেভেল ক্রসিংয়ের গেট ফেলা এবং ট্রেন চলে গেলে গেট তোলার দায়িত্ব সামলাচ্ছেন। অক্সফোর্ডের প্রথম নারী উপাচার্য: এ বছর আন্তর্জাতিক অঙ্গনে নারীক্ষেত্রে অন্যতম অর্জন ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হওয়ার ঘটনা। অধ্যাপক লুইস রিচার্ডসন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৮০০ বছরের রেকর্ড ভাঙেন। অক্সফোর্ডে ১২৩০ সালে উপাচার্য পদ চালু হয়। এরপর এ পদে এত দিন পর্যন্ত কোনো নারী নিয়োগ পাননি। সব ইতিহাস ভেঙে এ বছর প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিষয়ে বিশেষজ্ঞ তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আসার আগে সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটির অধ্যক্ষ এবং উপাচার্য পদে কর্মরত ছিলেন লুইস রিচার্ডসন। শিক্ষকতা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও। আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে জন্ম নেয়া রিচার্ডসন ইতিহাস নিয়ে পড়েছেন ডাবলিনের বিখ্যাত ট্রিনিটি কলেজে। মাস্টার্স করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে। হার্ভার্ড থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন তিনি। নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট বিদ্যা: বিদ্যা ভাণ্ডারি গত অক্টোবরে নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির পার্লামেন্ট এই আইন প্রণেতাকে এ পদে নির্বাচিত করেছে। বিদ্যা ভাণ্ডারি ৩২৭-২১৪ ভোটে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কুল বাহাদুর গুরুকে হারিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন। বিদ্যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারপারসন। তিনি বর্তমান রাষ্ট্রপতি রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত হবেন। ২৪০ বছরের রাজতন্ত্রের অবসানের পর যাদব ২০০৮ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন বিদ্যা ভাণ্ডারি। তিনি কিশোর বয়সে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি রাজতন্ত্র থেকে দেশটিকে মুক্ত করার আন্দোলনে যুক্ত ছিলেন। পরে তিনি সহযোদ্ধা বামপন্থী মদন ভাণ্ডারির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ১৯৯৩ সালে গাড়ি দুর্ঘটনায় তার স্বামী মদন মারা যান। দুই সন্তানের জননী বিদ্যা তখন রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি পার্লামেন্ট নির্বাচনে জয়ী হন। ৫৪ বছর বয়সী বিদ্যা শীর্ষপদে নির্বাচিত হওয়া দ্বিতীয় নারী। এর আগে দেশটির প্রথম নারী স্পিকার নির্বাচিত হন অনসারি ঘারতি মাগার। মরিশাসে প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট: ভারত মহাসাগরের দ্বীপদেশ মরিশাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত মুসলিম বিজ্ঞানী আমিনা গারিব-ফাকিম। গত জুনে দেশটির পার্লামেন্ট তাকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনও দিয়েছে। আমিনাকে প্রেসিডেন্ট হিসেবে মরিশাসের প্রধানমন্ত্রী স্যার অনিরন্দ জাগনাথ যে মনোনয়ন দিয়েছিলেন পার্লামেন্ট তা সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছে। দেশটিতে ৫৪ শতাংশ লোক হিন্দু আর ৩২ শতাংশ খ্রিষ্টান। পার্লামেন্টে আমিনা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী অনিরন্দ জাগনাথ সাংবাদিকদের বলেন, আমি সর্বদা পুরুষ ও নারীর সমতায় বিশ্বাসী। ঐতিহাসিক এই পরিবর্তনের অংশ হতে পেরে আমি খুবই গর্বিত। আমিনা এই পদটির জন্য যথার্থই যোগ্য বলে তিনি মন্তব্য করেন। ১৯৬৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়া মরিশাসের প্রথম প্রেসিডেন্ট ৫৬ বছর বয়স্ক আমিনা। আমিনা ফিজিওথেরাপি গবেষণা সেন্টারের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে ও ইউনিভার্সিটি অব এক্সটার থেকে পড়াশোনা করা আমিনা মরিশাস বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপারসন। বিশ্বব্যাংকের বিভিন্ন পদেও তিনি কাজ করেছেন। ১০২ বছরে ডক্টরেট ডিগ্রি লাভ: জার্মানিতে ১০২ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এক নারী; যাকে ৮০ বছর আগে ফাইনাল পরীক্ষায় বসতে বাধা দিয়েছিলেন নািস বাহিনী। মিজ ইংগেবোর রাপোপোর্ট গত মে মাসে অবশেষে সর্বশেষ ধাপ একটি ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে খুব ভালোভাবে পাস করেছেন। হামবুর্গ ইউনিভার্সিটি তার হাতে ডক্টরেট উপাধি তুলে দিয়েছেন মঙ্গলবার। মিস রাপোপোর্ট ১৯৩৭ সালে মেডিক্যালের পড়াশোনা শেষ করেন এবং এরপর ডিপথেরিয়া নিয়ে গবেষণা রিপোর্ট তৈরি করেন। জার্মানিতে তখন ডিপথেরিয়া একটি গুরুতর সমস্যা ছিল। কিন্তু নািস বাহিনীর বাধার কারণে ডক্টরেট ডিগ্রি লাভের জন্য তাকে আট দশক অপেক্ষা করতে হলো। হামবুর্গ ইউনিভার্সিটির তিনজন অধ্যাপক ইংগেবোর রাপোপোর্টের বাসায় তার মৌখিক পরীক্ষা নেন। তিনজন পরীক্ষকই খুবই অভিভূত হয়েছেন এত বছর বয়সেও মিস রাপোপোর্ট এত বিষয়ে জানেন আর খোঁজখবর রাখেন দেখে। সূত্র: ইত্তেফাক ২৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে