বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ১১:৫০:৪৯

২য় বিশ্বযু'দ্ধের চেয়ে ভ'য়ঙ্ক'র পরি'স্থিতি : নরেন্দ্র মোদি

২য় বিশ্বযু'দ্ধের চেয়ে ভ'য়ঙ্ক'র পরি'স্থিতি : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে দ্বিতীয় বিশ্বযু'দ্ধের চেয়েও ভয়'ঙ্কর পরি'স্থিতি তৈরি হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে এমনই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাত আটটায় জাতির উদ্দেশ্য ভাষণ দেন তিনি। করোনা মো'কাবিলায় দেশবাসীর কাছে কয়েক সপ্তাহ সময় চেয়েছেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেছেন এই পরি'স্থিতিতে যতটা সম্ভব সত'র্ক হয়ে কাজ করতে হবে। গোটা বিশ্বে দ্বিতীয় বিশ্বযু'দ্ধের পরি'স্থিতি তৈরি হয়েছে। করোনা ভাই'রাসের সং'ক্র'মণে সং'কটে মানব জাতি। তাই দেশবাসীকে সত'র্ক হয়ে চলার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। দেশে কঠিন পরি'স্থি'তি এসেছে। সেটা মো'কাবিলার জন্য দেশবাসীকে সত'র্ক হতে হবে বলে জানিয়েছেন তিনি।

করোনা ভাইরাস মো'কাবিলার এখনও কোনও পথ পাওয়া যায়নি। সেকারণে যতটা সম্ভব সাব'ধানতা এবং সত'র্ক হয়ে চলার অনুরো'ধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যতটা সম্ভব দেশবাসীকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে ৬০ বছরের উর্ধ্বে যারা রয়েছেন তারা যেন বাড়ির বাইরে না বেরোন সেই অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাসের সং'ক্রমণ রু'খতে আগামী ২২ মার্চ দেশবাসীকে জনতা কার্ফু পালনের আর্জি জানিয়েছেন মোদি। সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু অর্থাত্‍ কেউ বাড়ির বাইরে পা রাখবেন না এমন অনুরো'ধ জানিয়েছেন তিনি। জরুরি পরিষেবায় যারা রয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। জ'রুরি পরিষেবা যুক্ত রয়েছেন যারা তাদের সা'বধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে