শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ১২:৫৭:২৮

ক'রো'নাভাই'রাসে মৃত্যুতে চীনকে ছা'ড়িয়ে গেল ইতালি

ক'রো'নাভাই'রাসে মৃত্যুতে চীনকে ছা'ড়িয়ে গেল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক: প্রা'ণঘা'তী ক'রো'নাভাই'রাসে আক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুর সংখ্যার দিক থেকে চীনকেও ছা'ড়িয়ে গেল ইতালি। ইউরোপের এই দেশটিতে ক'রো'নায় মোট মৃ'তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৪২৭ জনের মৃ'ত্যু হয়েছে প্রা'ণঘা'তী ক'রো'নাভাই'রাসে। এ ছাড়া নতুন করে করোনা আক্রা'ন্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন। আরও পড়ুন: যে প্রচলিত দুটি ওষুধেই সারবে করোনা, বলছেন বিজ্ঞানীরা

ইতালির নাগরিক সুর'ক্ষা সং'স্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা আক্রা'ন্তের সংখ্যা বে'ড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ, যা গত তিনদিনের মধ্যে সর্বোচ্চ। এদিন দেশটিতে নতুন করে ক'রো'না আক্রা'ন্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে