আন্তর্জাতিক ডেস্ক : সা'রা বিশ্বের মতো করোনা আ'ত'ঙ্ক বি'রাজ করছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াতেও। এখন পর্যন্ত দেশটিতে ক'রো'নায় ১৬ জন মা'রা গেছেন। এরই মধ্যে ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিতে আ'ঘা'ত হা'নলো ৬.৪ মাত্রার শ'ক্তিশা'লী ভূ'মিক'ম্প।
ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিতে ৬ দশমিক ৪ মাত্রার শ'ক্তিশা'লী ভূ'মিক'ম্প অনু'ভূ'ত হয়েছে। বুধবার দিবাগত রাতে ইউরোপিয়ান মে'ডিটে'রিয়ান সি'সমো'লজি'ক্যা'ল সে'ন্টারের (ইএমএসসি) এ ত'থ্য নি'শ্চি'ত করেছে। খবর দ্য স্টার অনলাইনের।
খবরে বলা হয়েছে, ১৮ মার্চ বুধবার রাত পৌনে ২টার দিকে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে এ ভূ'মিক'ম্পের উৎ'পত্তি'স্থ'ল। রি'পো'র্ট লেখা পর্যন্ত এই ভূ'মি'কম্পের ঘ'ট'নায় কোনও ক্ষ'য়ক্ষ'তির খব'র পাওয়া যায়নি।
উল্লে'খ্য, ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো 'জোকোউয়ি' উইদোদো এবং তার মন্ত্রিসভার সদস্যদের ক'রো'নার প'রীক্ষা করা হয়েছে। মঙ্গলবারই তাদের ক'রো'নার পরী'ক্ষা-নিরী'ক্ষা করা হয়েছে। কিন্তু তাদের পরী'ক্ষার ফলাফল জ'নসাধারণের কাছে প্র'কা'শ করা হবে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী।