আন্তর্জাতিক ডেস্ক: ক'রো'নার বিরু'দ্ধে প্রাথমিক সু'র'ক্ষা হিসেবে সাবান-পানিই সবচেয়ে বেশি কা'র্যক'র। কিন্তু বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের হাতেই সাবান-পানি নেই।সবচেয়ে ভ'য়াব'হ প'রিস্থি'তি এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে। এ দুই মহাদেশের বেশিরভাগ মানুষের জন্যই প'র্যা'প্ত পানি নেই। বৃহস্পতিবার এক রি'পো'র্টে এ বিষয়ে স'ত'র্ক করেছে জাতিসংঘ।
ক'রোনার ম'হামা'রী বিশ্বজু'ড়ে ১৬৫টিরও বেশি দেশে ছ'ড়ি'য়ে পড়েছে। আ'ক্রা'ন্ত হয়েছে ২ লক্ষাধিক। মা'রা গেছে ৯ হাজার।প্রায় দুই মাস তা'ণ্ড'ব চা'লানোর পর এ মু'হূর্তে চীনে এর প্র'কো'প ক'মে এসেছে। ম'হামা'রী ঠে'কাতে ক'ঠি'ন ল'ড়া'ই করছে ইউরোপের দেশগুলো। লাখ লাখ মানুষকে ঘ'রব'ন্দি করে ফে'লে'ছে। ব'ন্ধ করে দিয়েছে সী'মা'ন্ত ও সব ধ'রনের যোগাযোগ।
ভা'ইরা'সটি এখন তার হাত প্র'সা'রিত করেছে এশিয়া ও আফ্রিকার দরিদ্র অঞ্চলগুলোতে। এ দুই মহাদেশের বহু দেশই ইতিমধ্যে তাদের সী'মা'ন্ত ব'ন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে ব'ন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। তারপরও সং'ক্র'মণ থা'ম'ছে না। অতি দ'রি'দ্র, দু'র্ব'ল অবকা'ঠামো ও না'জু'ক স্বা'স্থ্য ব্যবস্থার কারণে লাখ লাখ মানুষ আ'ক্রা'ন্ত হতে পারে।
বিশ্ব স্বা'স্থ্য সং'স্থা বলছে, হাতে নোং'রা দৃ'শ্যমা'ন হলে সাবান-পানি দিয়ে ধু'তে হবে। হাতের নোং'রা দৃ'শ্যমা'ন না হলে অ্যা'লকোহ'লসমৃ'দ্ধ হ্যা'ন্ড রা'ব (হ্যান্ড স্যানি'টাই'জার) অথবা সাবান-পানি দিয়ে বা'রবা'র হাত ধু'তে হবে। কিন্তু জাতিসংঘ বি'শেষ'জ্ঞরা বলছেন, এ দুই মহাদেশের ৪০ ভাগ মানুষেরই তথা ৩০০ কোটি জনগণের হাত ধো'য়ার ব্যব'স্থা নেই।