আন্তর্জাতিক ডেস্ক : মা'রাত্ম'ক ছোঁ'য়াচে করোনা ভাইরাসের বিস্তা'র রো'ধে শ্রীলঙ্কায় দেশজুড়ে কা'রফিউ জা'রি করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) থেকে অনি'র্দিষ্টকালের জন্য দেশটির সবগুলো মসজিদ ব'ন্ধ ঘোষণা করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে পূর্বনির্ধারিত জাতীয় নির্বাচন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠে'কাতে শ্রীলঙ্কায় কারফিউ জা'রি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে এ কারফিউ কার্যকর হবে। চলবে আগামী ২৩ মার্চ সকাল ৬টা পর্যন্ত। একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে আগামী মাসে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন। যদিও এর আগে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছিলেন, নির্বাচন পেছানোর কোনও কারণ নেই। তবে বিশ্বজুড়ে করোনার ভ'য়াব'হতায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
একইসঙ্গে সাময়িক সময়ের জন্য অ'বরু'দ্ধ করা হয়েছে সারা দেশ। শ্রীলঙ্কায় গত তিনদিনে কোভিড-১৯ রো'গে আ'ক্রা'ন্তের সংখ্যা দ্বি'গু'ণ হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আ'ক্রা'ন্তের সংখ্যা ৬০ জন, তবে কেউ এখন পর্যন্ত কারও মৃ'ত্যুর খবর পাওয়া যায়নি। শ্রীলঙ্কার মসজিদের নিয়'ন্ত্রক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে মসজিদগুলো অনি'র্দি'ষ্টকালের জন্য ব'ন্ধ থাকবে। দেশটির ২২ মিলিয়ন জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম।
তবে শুক্রবার জুমার থার্মোমিটার দিয়ে মানবদেহের উ'ষ্ণ'তা পরীক্ষা করে মুসল্লিরা অংশ নিয়েছেন। জনবহুল দক্ষিণ এশিয়ায় ১৯০ কোটি মানুষের বসবাস হলেও ইউরোপের মতো ভাইরাসটির প্রা'দু'র্ভাব এখনও ভ'য়াব'হ রূপ নেয়নি। তবে সম্প্রতি পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কায় আ'ক্রা'ন্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণ এশিয়ায় আ'ক্রা'ন্তের সংখ্যা ৭৫০ এবং মৃত্যু হয়েছে ৭ জনের।