প্রতিহতের ডাক দিলেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।
রোববার সন্ধ্যায় ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এরদোগান বলেন, ‘মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের একটি গুরুত্বপূর্ণ মিশন হলো, ইসলামের নাম ব্যবহার করে আইএস, আল-কায়েদা, বোকো হারাম ও আল-শাবাবের মতো যারা সন্ত্রাসবাদ কায়েম করছে তাদেরকে প্রতিহত করা’।
তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, ইসলামের সুনাম ক্ষুণ্ণ করার অধিকার কারো নেই। সব মুসলিমের উচিত ইসলামের সুনাম রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করা।
তিনি বলেন, ‘যদি মুসলিমরা এসব সন্ত্রাসীর বিপক্ষে কিছুই না বলে চুপ থাকে তাহলে এই অঞ্চলের পরিস্থিতি আরো খারাপ হবে’। সূত্র: রয়টার্স
২৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�