শনিবার, ২১ মার্চ, ২০২০, ১২:৪৮:১৭

করোনায় আ'ক্রা'ন্ত জনগণের জন্য কাঁ'দছেন জাস্টিন ট্রুডো!

করোনায় আ'ক্রা'ন্ত জনগণের জন্য কাঁ'দছেন জাস্টিন ট্রুডো!

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আ'ক্রা'ন্ত জনগণের জন্য কাঁ'ছেন জাস্টিন ট্রুডো! প্রধানমন্ত্রী হলে এমনই হতে হয়, রাজনীতিবিদ হলে এমনই হতে হয়, রাষ্ট্র প্রধান হলে এমনই হতে হয়, বর্তমান জমানায় আমার দেখা এই মুহূর্তে পৃথিবীর সর্বসেরা, ইতিহাস সেরা একজন প্রধানমন্ত্রীর কথা বলছি ।

"আমি চাইলে নিজে ঘরে বন্দি থাকতে পারতাম, তবুও রিক্স নিয়ে আপনাদের খোজ খবর নিচ্ছি, বের হচ্ছি কারন আপনারাই আমার অক্সিজেনঃ" জাস্টিন ট্রুডো (প্রধানমন্ত্রী, ক্যানাডা)

করোনা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী "জাস্টিন ট্রুডো"র জাতির উদ্দেশে ভাষণ বাংলায় হুবুহু তুলে ধরা হলো..........

প্রিয় কানাডাবাসী, আপনারা জানেন আমরা আজ এক কঠিন সময় পার করছি৷ আশা করি এই বিপদ আমরা সকলে মিলে কাটিয়ে উঠবো। তবে সেই জন্য আপনাদের সাহায্য আমার দরকার। আপনাদের জন্য আমি আজ প্রধানমন্ত্রী, জনগনের সেবা ও নিরাপত্তা দেয়া আমার প্রধান কাজ। আমি চাইলে নিজে ঘরে বন্দি থাকতে পারতাম, তবুও রিক্স নিয়ে আপনাদের খোজ খবর নিচ্ছি, বের হচ্ছি কারন আপনারাই আমার অক্সিজেন।আপনারা সুস্থ থাকলেই আমি সুস্থ। আপনাদের থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে কিছুই নেই। আপনাদের কাছে অনুরোধ আপনারা এক মাস নিজ বাসায় অবস্থান করুন। শুধু মাত্র মেডিসিন, প্রয়োজনীয় খাবার, পানীয় দোকান গুলো খোলা রাখবেন৷ তবুও সরকারের পক্ষ থেকে প্রতিটি নাগরিকের বাসায় এক মাসের যাবতীয় সব ধরনের খাবার পানি মেডিসিন মাস্ক আমরা পৌছে দিচ্ছি।

তাছাড়া আপনাদের যখন যা লাগে আপনাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের বাসায় সব কিছু পৌছে দেয়া হবে। তবুও বের হবেন না। ভ'য় নেই কাউকে অনাহারে ম'রতে হবে না। আপনারা নিজ বাসায় অবস্থান করুন৷ সচেতন থাকুন। আপাতত আমাদের দেশ লক ডাউন করে দিচ্ছি। পরিস্থিতি ঠিক হলে আবার খুলে দিব। আমার উপর আপনারা আস্থা রাখুন।

আপনারা যারা অফিস আদালত কিংবা অন্য প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত ছিলেন, আপনাদের কারো কাজে যেতে হবে না। সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস কারখানা বন্ধ ঘোষনা করলাম। ভ'য় নেই, আপনাদের সবার একাউন্টে আপনাদের মাসিক বেতনের টাকা পৌছে যাবে। শুধু তাই নয় আপনারা যারা বাসা ভাড়া নিয়ে বসবাস করেন, সেই ভাড়াও সরকার বহন করবেন। এসব নিয়ে একটুও চিন্তিত হবার কারন নেই। আপনাদের ভালো রাখাই আমার কাজ। যারা সরকারের নিয়ম মানবে তাদের এক কালিন অতিরিক্ত অর্থ পুরস্কার দেয়া হবে। করোনা আজ পুরা দুনিয়ার এক আতং'কের নাম।

আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনার কেউ ঘর থেকে বের হবেন না। বাসায় থাকুন এবং সচেতনার সাথে থাকুন। আশা করি শীঘ্রই আমরা এই সংকট কাটিয়ে উঠবো। এই জন্য প্লিজ আপনারা আমাকে সহযোগিতা করুন।
ধন্যবাদ...
-প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে