আন্তর্জাতিক ডেস্ক : গতকাল সন্ধের পরথেকেই হইচই ফেলেছে এই ভি'ডিও। যা প্রকাশ্যে আসছেই ছড়িয়েছে চাঞ্চল্য। ভি'ডিওতে দেখা যাচ্ছে উড়িষ্যার পুরীর মূল মন্দিরে প্রতিদিন যে পতাকা লাগানো হয় সেখানে দা'উদা'উ করে জ্ব'লছে আ'গুন।খবর জি-নিউজের।
আর তাতেই কার্যত অশনি সংকেত দেখছেন সাধারণ মানুষজন। নেটিজেনদের অনেকেই বলছেন এ অমঙ্গলের লক্ষণ।
যদিও কীভাবে মন্দিরের পতাকায় আ'গুন লাগলো তা সঠিকভাবে জানা যায়নি। ভি'ডিওটির সত্যতাও যাচাই করা হয়নি। অনুমান পতাকা লাগানোর সময়েই কোনও কারণে আ'গুন ধ'রে গিয়েছে।
জানা গেছে, কী কারণে এই দু'র্ঘ'টনা তা খতিয়ে দেখছে মন্দির কর্তৃপক্ষ। আ'গুনে মন্দিরের বিশেষ কোনও ক্ষ'তি হয়নি বলেই সূত্রের খবর। তবে ঘটনায় অনেকেই ভ'য় পেয়েছেন। তাঁদের বক্তব্য যে পতাকা মন্দিরের বি'পদ রক্ষায় লাগানো হয়েছে তাতে আ'গুন লেগে যাওয়া একেবারেই ভাল বিষয় নয়।
শোনা যায়, প্রতিদিন মন্দিরের একজন পুরোহিত মন্দির চূড়ায় গিয়ে এই পতাকা লাগিয়ে আসেন। এই ৪৫ তলা উঁচুতে পতাকা লাগানোর জন্য কোনও নিরাপত্তার ঢাল প্রয়োজন হয় না পুরোহিতের। এমনটাই চলে আসছে বছরের পর বছর। স্বাভাবিক ভাবেই বলার অপেক্ষা রাখে না, এই পতাকা নিয়ে মানুষের মধ্যে ভাবাবেগ কাজ করে। আর তাই এই বিপর্যয়কে মোটেই ভাল চোখে দেখছেন না অনেকেই।