সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০১:০৬:০১

এবার উল্টো পথে মালয়েশিয়ার বিমান

এবার উল্টো পথে মালয়েশিয়ার বিমান

আন্তর্জাতিক ডেস্ক : আবারো নেতিবাচক কারণে খবরের শিরোনামে মালয়েশিয়া এয়ারলাইন্স। বড়দিনের আগমুহূর্তে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে আকাশ যান নিয়ন্ত্রকের ভুল পথ নির্দেশনার কারণে উল্টো পথে যাত্রা করে। মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১৩২ বিমানের পাইলটকে এ ৩৩০ রুটে উড়াল দিতে বলা হয়েছিল। কিন্তু এই রুটটি নির্ধারিত গন্তব্যের বিপরীত। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ফ্লাইট পরিকল্পনায় ভুল ছিল। বিবৃতিতে বলা হয়, ‘ ২৪ ডিসেম্বর আমাদের এমএইচ ১৩২ বিমানটি অকল্যান্ড থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ভুল রুট নির্বাচন করে। এয়ারলাইন্সের ফ্লাইট পরিকল্পনায় ভুল থাকার কারণে এমনটি হয়েছে। যেহেতু যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের নিকট অগ্রগণ্য, তাই ব্যাপারটি অধিকতর তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধান করার চেষ্টা চলছে’। মালয়েশিয়া এয়ারলাইন্সের গত ২ বছর যাবৎ দুঃসময় চলছে। ২০১৪ সালের মার্চে ২৩৯ জন যাত্রী নিয়ে এমএইচ ৩৭০ বিমানটি উধাও হওয়ার পরে সারা বিশ্বেই শোরগোল পড়ে গিয়েছিল। এ ঘটনার ৪ মাস পরে এমএইচ ১৭ বিমান ইউক্রেনের উপর দিয়ে যাওয়ার সময় গুলি করে ভূপাতিত করে রাশিয়ান সেনারা। ওই দু’টি ভয়াবহ ঘটনার পরে এয়ারলাইন্স কর্তৃপক্ষ আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সূত্র: এপি ২৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে