আন্তর্জাতিক ডেস্ক : একে তো করোনা ভাইরাস আত'ঙ্কে ভি'র্মি খাচ্ছে ভারত, তারওপর শনিবার ভূমিকম্পে কেঁ'পে উঠলো ভারতের রাজ্য ছত্তিশগড়। শনিবার দুপুরে ছত্তিশগড়ের সুকমা ও জগদলপুর জেলা কেঁ'পে ওঠে। রিখটার স্কেলে ক'ম্পনের তী'ব্রতা ছিল ৪.২।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃদু ক'ম্প'ন অনুভূত হওয়ার পরে বহু মানুষ বাড়ি ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন। জানা গিয়েছে, ভূমিক'ম্পের কেন্দ্রস্থল ছিল জগদলপুর জেলার প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণে ১০ কিলোমিটার গভীরে। ক'ম্পন অনুভূত হয়েছে খৈ'রাপুট ও মথিলি ব্লকেও, এছাড়াও জেলার অন্যান্য জায়গাতেও মৃদু ক'ম্পন অনুভূত হয়। তবে কোনও ক্ষ'য়ক্ষ'তি বা হ'তাহ'তের খবর পাওয়া যায়নি।