শনিবার, ২১ মার্চ, ২০২০, ০৫:১৮:২৩

করোনার মধ্যেই নাসার পক্ষ থেকে এলো আরও এক নতুন দুঃসংবাদ

করোনার মধ্যেই নাসার পক্ষ থেকে এলো আরও এক নতুন দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক : সারা পৃথিবীতে মানুষ আজ করোনা ভাইরাসের প্রভাবে আ'ত'ঙ্কিত। কোনও ধরণের অ'স্ত্র নয়; কিংবা কোনও ধরণের পারমাণবিক বো'মা নয়; ক্ষুদ্র সামান্য কয়েক ন্যানো মিটারের একটি অ'ণুজী'বের কাছে সারা পৃথিবীর মানুষ আজ অস'হায়। সারা পৃথিবীতে প্রতিনিয়ত এ করোনা ভাইরাসের প্রভা'বে আ'ক্রা'ন্ত কেউ না কেউ মৃ'ত্যুবরণ করছেন এবং শুধুমাত্র ২০ মার্চ শুধু ইতালিতেই একদিনে ৬২৭ জনের প্রা'ণহা'নি ঘটেছে। 

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে সব মিলিয়ে এ পর্যন্ত ২,৭৬,৪৬২ জন কোভিড-১৯ খ্যাত নোভেল করোনা ভাইরাস দ্বারা সং'ক্র'মিত হয়েছেন, যাদের মধ্যে ১১,৪১৭ জনের মৃ'ত্যু ঘটেছে। আমরা কেউই বলতে পারি না এ পরি'স্থিতি আরও কত দিন অব্যাহ'ত থাকবে। এমন একটি ক্রা'ন্তিকা'লীন মুহূর্তে মার্কিন গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে দেওয়া হলো একটি দুঃসংবাদ। 

আসন্ন ২৯ এপ্রিল পৃথিবীর কক্ষপথের কাছ থেকে প্রবাহিত হয়ে যাবে একটি শ'ক্তিশালী গ্র'হাণুর। নাসার পক্ষ থেকে এ গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে Asteroid 52768 বা 1998OR2. যদিও এ গ্রহাণুটি সরাসরি পৃথিবীর ওপর কোনও ধরণের আ'ঘা'ত হা'নবে না এবং পৃথিবীর কক্ষপথ থেকে এ গ্রহাণুর দূরত্ব হবে আনুমানিক চার লক্ষ মাইলের মতো। যা পৃথিবীর থেকে চাঁদের দূরত্বের ১৬ গুণেরও বেশি। 

যদিও পৃথিবীর কক্ষপথের থেকে ৩.৯ লক্ষ মাইলের অভ্যন্তরে এ গ্রহাণুটি আসবে না কিন্তু এ গ্রহাণুটির বিশাল আকৃতির জন্য কিছুটা হলেও শ'ঙ্কা থেকে যায়। আনুমানিক ১.১ থেকে ২.৫ মাইল ব্যাস বিশিষ্ট এ গ্রহাণুটি ঘণ্টায় বিশ হাজার মাইল বেগে পৃথিবীর কক্ষপথের কাছ দিয়ে প্রবাহিত হয়ে যাবে, যার প্রভাবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে একটি পরিবর্তন আসতে পারে বলে কোনও কোনও বিজ্ঞানী মনে করছেন।

একই সঙ্গে এ গ্রহাণুর প্রভাবে পৃথিবীর অনেক জায়গা সাময়িক সময়ের জন্য সূর্যের আলো থেকে ব'ঞ্চিত হতে পারে এবং একই সঙ্গে সৃষ্ট অ্যাসিড বৃষ্টির প্রভাবে পৃথিবীর এ সকল অঞ্চলে চাষাবাদের ক্ষেত্রেও একটি বিশাল বিপ'র্যয় নেমে আসতে পারে বলে অনেক বিজ্ঞানী মনে করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে