আন্তর্জাতিক ডেস্ক : প্রা'ণঘা'তী করোনা ভাই'রাস আত'ঙ্কের জে'রে ভারতের একটি কারাগারে ব'ন্দি ও পুলিশের মধ্যে ব্যা'পক সং'ঘর্ষ হয়েছে। কলকাতার দমদম কেন্দ্রীয় সংশো'ধনাগারে এ ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য নি'শ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়, করোনা ভাইরাসের সং'ক্র'মণ এড়াতে ব'ন্দিদের প্যারোলে ছাড়াকে কেন্দ্র করে শনিবার উ'ত্ত'প্ত হয়ে উঠে দমদম কেন্দ্রীয় সংশো'ধনা'গার। এই ঘটনাকে কেন্দ্র করে কা'রার'ক্ষীদের সঙ্গে সং'ঘ'র্ষ তৈরি হয় কারাগারের ভেতরে। কিছুক্ষণের মধ্যেই র'ণক্ষে'ত্রের চেহারা নেয় জেলের ভেতর।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দমদম কেন্দ্রীয় সংশো'ধনাগারের একটা বড় অংশের দ'খল নিয়ে নিয়েছেন ব'ন্দিরা। জেলের ভেতরে আ'গুন লাগানোর পাশাপাশি মই এনে পাঁচিল ট'পকানোর চেষ্টা করছেন কোনো কোনো ব'ন্দি। তবে সংঘ'র্ষের সময় কেউ পালিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। জেলের যে অংশের দ'খল নিয়েছেন ব'ন্দিরা, সেখানে কাঁদানে গ্যাসের শেল নি'ক্ষে'প হচ্ছে বাইরে থেকে। শুধু তাই নয়, পরি'স্থিতি এমন প'র্যায়ে গিয়েছে যে, পুলিশকে শূন্যে গু'লি চালানোর নি'র্দে'শ জা'রি করা হয়েছে।
ব'ন্দিদের পক্ষে থেকে গু'লি চালানোর অ'ভিযো'গও উঠেছে জেলর'ক্ষীদের বি'রু'দ্ধে। বন্দিদের পরিবারের দাবি, কারার'ক্ষীরা জেলের ভেতরে ব'ন্দিদের লক্ষ্য করে গু'লি চালায়। তাতে দুজন গু'লিবি'দ্ধ হয়েছেন বলেও তাদের অভিযো'গ। যদিও জেল দফতরের কর্মকর্তারা গু'লি চালানোর কথা অ'স্বী'কার করে বলেছেন, পরি'স্থিতি নিয়'ন্ত্রণে আনতে তারা লা'ঠিচা'র্জ করেছেন।