শনিবার, ২১ মার্চ, ২০২০, ০৮:৩৯:৫২

১০০ বছর আগে যে ভাইরাস কাঁ'পিয়ে দিয়েছিল ভারতবর্ষকে

১০০ বছর আগে যে ভাইরাস কাঁ'পিয়ে দিয়েছিল ভারতবর্ষকে

আন্তর্জাতিক ডেস্ক : আজ থেকে ১০০ বছর আগে করোনার মতো এমনই এক ভ'য়'ঙ্কর বিদেশি ভাইরাস আ'ক্র'মণ করেছিল ভারতবর্ষ। সে সময় কেড়ে নিয়েছিল প্রথম বিশ্বযু'দ্ধে জ'রাজী'র্ণ ভারতবর্ষের বহু মানুষের প্রা'ণ। সে ভাইরাসের নাম ছিল 'স্প্যানিশ ফ্লু'। টানা দুই বছর দা'পট দেখিয়েছিল ভাইরাসটি। ১৯১৮ সালের জানুয়ারি থেকে ১৯২০ সালের ডিসেম্বর পর্যন্ত 'স্প্যানিশ ফ্লু' ছড়িয়ে পড়েছিল। 

এ রোগের লক্ষণ ছিল ভ'য়'ঙ্কর। শুরুতে জ্ব'র হতো, সঙ্গে শ্বা'সক'ষ্ট। দেহে অক্সিজেনের অভা'বে সারা শরীর নীলবর্ণ হয়ে যেত। এরপর শ্বা'সয'ন্ত্রে র'ক্তে জমে শুরু হতো বমি, সেই সঙ্গে নাক দিয়ে র'ক্তপাত। ভাইরাসটি মা'রা'ত্মক হয়ে ওঠে ১৯১৮ সালের সেপ্টেম্বরে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের ১৩ সপ্তাহে সারাবিশ্বে ভ'য়াব'হ তা'ণ্ডব চালায়। 

তখন ভারতবর্ষে প্রাণ হা'রিয়েছিলেন প্রায় লাখো মানুষ। দুই ধাপে আ'ক্রা'ন্ত হয় ভারতবর্ষ। এর প্রথম ধাপের প্র'ভা'ব ছিল অপেক্ষাকৃত মৃদু। দ্বিতীয় ধাপে ১৯১৮ সালের শেষদিকে ভ'য়'ঙ্কর আকার ধা'রণ করে। ভাইরাসের উৎপ'ত্তি সম্পর্কে বলা হয়, প্রথম বিশ্বযু'দ্ধ শেষে দেশে ফিরতে থাকা সৈনিকদের হাত ধ'রেই ভারতবর্ষে প্রবেশ করেছিল এটি। মূলত সারাবিশ্বেই এর প্র'ভাব পড়েছিল।

সং'ক্র'মিত হয়েছিল বিশ্বের ২৭ শতাংশ মানুষ। অনেকের মতে, যুক্তরাষ্ট্রের কা'নসাস, ফ্রান্সে অবস্থিত ব্রিটেনের সামরিক ছাউনি, চীনের উত্তরাঞ্চল কিংবা স্পেন থেকে এ মহামা'রির উৎপ'ত্তি। আরও বলা হয়, যেহেতু স্পেন যু'দ্ধ থেকে নিজেদের সরিয়ে রেখেছিল। সে কারণে এর নাম ইচ্ছাকৃতভাবে স্পেনের নামে দেওয়া হয়েছিল।

ইতিহাস বলছে, রাজা ত্রয়োদশ আলফানসো এবং তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য যখন এ বিশেষ ভাইরাসে সং'ক্র'মিত হন, তখন সে খবর গু'রুত্বের সঙ্গে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম। তাদের কারণে ইউরোপে এ ভাই'রাসের কথা প্রথম শোনা যায়। নাম হয়ে যায় 'স্প্যানিশ ফ্লু'।

তখন করোনার মতোই পরি'স্থিতি হয়েছিল বিশ্বজুড়ে। সব ধরনের খেলাধুলা, গণজমায়েত, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ব'ন্ধ করে দেওয়া হয়েছিল। আজ ১০০ বছর পরে একই ধরনের পরি'স্থিতি সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। লক্ষণও প্রায় একই। এখন সত'র্কতা আর প্রতিরো'ধ ছাড়া আর কোনো উপায় নেই আপাতত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে