আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ক্র'ম'শ জো'রাল হচ্ছে করোনার দা'পট। আরও ভ'য়াব'হ হয়ে মানুষের শরীরে বাসা বাঁধছে জী'বাণু। হু হু করে আ'ক্রা'ন্তের সংখ্যা বাড়ছে। গত দেড় দিনে ভারতে আ'ক্রা'ন্তের সংখ্যা বৃ'দ্ধির এই হার চি'ন্তায় ফেলেছে বিশেষ'জ্ঞদের। পরি'স্থিতি কিছুতেই বাগে আসছে না। সময়ের সঙ্গে সঙ্গ প্রকট হচ্ছে করোনা বিপ'র্যয়ের ছবিটা। করোনার ব'লি এখনও পর্যন্ত ৫। আ'ক্রা'ন্তের সংখ্যা বেড়ে ৩০১।
বাইরে থেকে আসা বিদেশিদের থেকেই মূলত সং'ক্র'মণ ছড়াচ্ছে বলে দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গেও মোট তিনজনের শরীরে মিলেছে করোনা, তারা প্রত্যেকেই ইংল্যান্ড ও স্কটল্যান্ড ফেরত। জনতা কার্ফু জারি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনতা কার্ফুর আগে দেশের নাগরিকদের কাছে আরও একটা আবেদন করলেন নরেন্দ্র মোদি।
দেশবাসীকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ''যিনি যে শহরে আছেন, সেখানে থাকুন। অন্য কোথাও যাওয়া থেকে বি'রত থাকুন।'' সার্কভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে বৈঠকের পর এ বার জি-২০ নেতাদের সঙ্গে করোনা ভাইরাস প্রতিহ'ত করার কৌশল নিয়ে ভিডিও বৈঠকের জন্য উদ্যোগী হয়েছে মোদি সরকার। বিষয়টি নিয়ে সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।