আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে দিনদিন মৃ'তের সংখ্যা বে'ড়েই চ'লছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ'ত্যু হয়েছে ৭১৫৮ জনের। এরইমধ্যে আ'ক্রা'ন্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯০৬ জন। এছাড়া চিকিৎসা শেষে সু'স্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রা'ন্ত ২৪ জন রো'গী শ'না'ক্ত হয়েছে।
এদিকে, চীনে এ পর্যন্ত ৮১,০০৮ জন লোক ম'র'ণ ব্যা'ধি এই করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন। যেখানে মোট মৃ'তের সংখ্যা ৩,২৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃ'তের সংখ্যা মাত্র ৭ জন। আর সু'স্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭১,৭৪০ জন।
এমতাবস্তায়, করোনা ভাইরাসের উৎ'পত্তির শহর চীনের উহানে নতুন করে আর কোন করোনা ভাইরাসে আক্রা'ন্ত রো'গীর দেখা মিলছে না। অনেকটাই স্বা'ভাবিক হতে চলেছে সেখানকার জীবন-যাপন। এতো দ্রু'ত সময়ের মধ্যে চীনের উহান শহর করোনা মু'ক্ত হওয়ায় অনেকেই আতশবাজি ফু'টিয়ে উ'ল্লা'স করছেন।