আন্তর্জাতিক ডেস্ক: প্রা'ণঘা'তী করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় শনিবার (২১ মার্চ) আরও ৭৯৩ জনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪ হাজার ৮২৫ জন মা'রা গেল। দিনের পর দিন দেশটিতে ভ'য়াব'হ অবস্থার সৃ'ষ্টি হচ্ছে। বাড়ছে আ'ত'ঙ্কের মা'ত্রাও।
জনগণকে সুর'ক্ষা দিতে ইতালি সরকার করোনা মো'কাবি'লায় সর্বো'চ্চ চে'ষ্টা অ'ব্যাহ'ত রেখেছে। ফলে জ'রু'রি অবস্থা অ'ব্যাহ'ত রয়েছে। চলাফেরও সীমি'ত করা হয়েছে। তবু যেন মৃ'ত্যু থা'মছে না। লা'ফিয়ে লা'ফিয়ে বে'ড়েই চলছে। করোনার ভ'য়ান'ক আ'ঘা'তে দিনদিন দেশটি মৃ'ত্যু উপ'ত্যকায় পরিণত হয়েছে।
এ দিন দেশটিতে নতুন আক্রা'ন্ত হয়েছে ৬ হাজার ৫৫৭ জন। এর আগের দিন ৫ হাজার ৯৮৬ জন। যার ফলে দিনের পর দিন জনগণের মাঝে আ'ত'ঙ্ক বে'ড়েই যাচ্ছে। ভ'য়-আ'ত'ঙ্কে দিন যাপন করেছেন ইতালিয়ান, বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা। করোনায় বা'ড়ছে গু'রু'তর অসু'স্থ রো'গীর সংখ্যা, তেমনি বা'ড়ছে সু'স্থ রো'গীর সংখ্যাও।চিকিৎ'সাধীন রো'গীর সংখ্যা ৪২ হাজার ৬৮১। সবমিলিয়ে, দেশটিতে মোট আক্রা'ন্ত রো'গীর সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন।
এ দিকে, করোনা সম'স্যা নি'রস'নে বিভিন্ন পদক্ষে'প অ'ব্যাহ'ত রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। দেশের জনগণের আর্থিক সম'স্যা মে'টাতে এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দেয়া হয়েছে। দেশের অর্থনীতির স্বা'র্থে এ বরা'দ্দ দিচ্ছেন সরকার। ইউরোপে এখন পর্যন্ত রেক'র্ড সংখ্যক মৃ'ত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়ায়। অন্যদিকে, নতুন একটি হাসপাতাল তৈরির পরিক'ল্পনা নিয়েছেন নাগরিক সুর'ক্ষা বিভাগ।