রবিবার, ২২ মার্চ, ২০২০, ০৬:২৫:১৪

যেভাবে ৯ জনকে করোনা সংক্র'মিত করলেন এক নারী

যেভাবে ৯ জনকে করোনা সংক্র'মিত করলেন এক নারী

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্ব এখন করোনাভাইরাস আত'ঙ্কে কাঁ'পছে। এরই মধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছ'ড়িয়ে পড়েছে প্রা'ণঘা'তী ভাই'রাস। এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রা'ন্ত হয়েছে ৩ লাখ ৭ হাজার ৬১৩ জন। এর মধ্যে মৃ'ত্যু হয়েছে ১৩ হাজার ৫০ জনের।

চীনের উহান থেকে এই ভাইরাসের উৎ'পত্তি হলেও তা সবচেয়ে ভ'য়ঙ্ক'র রূ'প নিয়েছে ইতালিতে গিয়ে। বর্তমানে ইউরোপের দেশটিতে এই ভাইরাসে মৃ'ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে। দেশটিতে আক্রা'ন্ত হয়েছে ৫৩ হাজার ৫৭৮ জন।আর চীনে মোট আক্রা'ন্ত হয়েছে ৮১ হাজার ৫৪ জন। এর মধ্যে মৃ'ত্যু হয়েছে ৩ হাজার ২৬১ জন।

করোনার এমন তা'ণ্ডবে ভালো নেই পাকিস্তানও। দেশটিতে লা'ফিয়ে লা'ফিয়ে বা'ড়ছে করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা। শেষ পাওয়া ত'থ্যে আক্রা'ন্তের সংখ্যা ৬৪৫। দেশটিতে এরই মধ্যে তিনজনের মৃ'ত্যু হয়েছে বলে জানা গেছে।এমন প'রিস্থি'তিতে পাকিস্তানের করাচিতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে ৯ জনকে করোনা সং'ক্র'মিত করলেন এক নারী।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূ'ত্রে জানা যায়, এক পরিবারের ৯ জন সদস্য করাচির একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেই বিয়ের অনুষ্ঠানে একজন নারী করোনায় আক্রা'ন্ত ছিলেন। পরে তার কাছে থেকেই ওই পরিবারের সবাই করোনায় আক্রা'ন্ত হন। ওই নারী সৌদি আরব থেকে স'ম্প্রতি পাকিস্তানে ফে'রেন।

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরই পরিবারের ওই ৯ সদস্যের মধ্যে করোনার ল'ক্ষ'ণ দেখা দিতে শুরু করে। পরে তাদের হাসপাতালে নিয়ে করোনার পরী'ক্ষা করা হয়। সেখানেই ৯ জনের শরীরে ধ'রা পরে করোনার উপস্থি'তি। তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ওই নারীর পরিবারের অন্যান্য সদস্যদেরও কো'য়ারে'ন্টিনে রাখা হয়েছে।
সূত্র: পাকিস্তান টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে