রবিবার, ২২ মার্চ, ২০২০, ০৬:৪০:১৬

নতুন সাফল্য, কাশির শব্দেই শনা'ক্ত হবে করোনাভাইরাস

নতুন সাফল্য, কাশির শব্দেই শনা'ক্ত হবে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক: প্রা'ণঘা'তী করোনাভাইরাসের তা'ণ্ড'বে গো'টা বিশ্ব যখন বেসা'মাল, তখন এই ভাইরাস শ'না'ক্তে নতুন পদ্ধ'তি আবিষ্কার হল।
গবেষকেরা সম্প্র'তি সহজে বহনযো'গ্য কৃ'ত্রি'ম বু'দ্ধিম'ত্তাযু'ক্ত য'ন্ত্র উ'দ্ভাবন করেছেন, যা কাশির শ'ব্দ ও ভিড়ের আকার রিয়ে'ল টা'ইমে শনা'ক্ত করতে স'ক্ষ'ম।

ওই য'ন্ত্রে ধা'রণ করা শ'ব্দ বি'শ্লে'ষণ করে স'রাস'রি করোনাভাইরাস বা ফ্লু'র মতো রো'গ প'র্যবেক্ষ'ণ করা সম্ভব। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের গবেষকেরা ওই য'ন্ত্রের নাম দিয়েছেন ‘ফ্লু'সে'ন্স’।
 
গবেষকেরা বলছেন, আধুনিক প্র'যু'ক্তির কম্পি'উটিং প্ল্যা'টফ'র্ম স্বাস্থ্য নজ'রদা'রির ক্ষেত্রেও প্রয়োজনীয় টু'ল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে মৌসুমি ফ্লু' বা অন্যান্য ভাইরাসজনিত শ্বা'সয'ন্ত্রের সম'স্যার পূ'র্বাভা'স দিতে পারে। এর মাধ্যমে কোভিড-১৯ ম'হামা'রি বা সা'র্সে'র মতো ভাই'রাস রো'গের পূ'র্বাভা'সও দেয়া যায়।
ভাই'রাসজনি'ত ম'হামা'রীতে জনস্বা'স্থ্য প'র্যবে'ক্ষণের স'রাস'রি ত'থ্য পাওয়া এসব মডেল জীবন র'ক্ষাকা'রী হিসেবে কাজে লাগতে পারে বলে মনে করছেন তারা। এই তথ্য উৎ'সগুলো ফ্লু' ভ্যা'কসি'ন প্রচারের সময় নির্ধা'রণ, স'ম্ভা'ব্য ভ্রমণের বিধিনিষে'ধ, চিকিৎসা সরবরাহের বরা'দ্দ নির্ধা'রণে সহায়তা করতে পারে।

গবে'ষণাসং'ক্রা'ন্ত নিব'ন্ধ প্রকাশিত হয়েছে ‘প্রসি'ডিং'স অব দ্য এসিএম অন ইন্টা'রঅ্যা'কটি'ভ, মোবাইল, ও'য়্যারে'বল অ্যান্ড ই'উবিক'শা'স টেকনো'লজিস’ সাময়িকীতে।

গবেষণা প্রবন্ধের সহযোগী লেখক তৌহিদুর রহমান জানান, নতুন উ'দ্ভাবি'ত প'দ্ধতিতে ফ্লু'র ট্রে'ন্ডের নি'খুঁ'ত পূ'র্বাভা'স দেয়া যায়। ফ্লু'সে'ন্স প্ল্যা'টফ'র্মে সা'শ্রয়ী দামের মাইক্রোফোন অ্যা'রে ও থা'র্মা'ল ইমে'জিং ডে'টা রা'স্পবে'রি পাই' ও নিউ'রাল কম্পিউটিং ইঞ্জিনের মাধ্যমে প্রক্রি'য়াজাত করা হয়। এতে অবশ্য কোনও ব্যক্তি শ'না'ক্তকরণ ত'থ্য শনা'ক্ত করা হয় না।

গবেষকেরা প্রথমে পরী'ক্ষাগারে একটি কাশির মডেল তৈরি করেন। এরপর তারা অ্যা'লগরি'দমকে প্রশিক্ষ'ণ দিয়ে মানুষের থার্মা'ল ছবি তৈরির প্রক্রি'য়া শেখান। এরপর তা গোনার জন্য বলেন।

গবেষকেরা তাদের তৈরি ফ্লু'সে'ন্স ডি'ভাই'সটি অভি'ধানের আ'কারের আয়ত ক্ষে'ত্রাকার বা'ক্সে রেখে তা চারটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপে'ক্ষাগারে বসান। ২০১৮ সালে ডিসেম্বর থেকে গত বছরের জুলাই মাস পর্যন্ত ফ্লু'সে'ন্স সাড়ে তিন লাখ থার্মাল ইমে'জ বিশ্লে'ষণ করে ও ২ কোটি ১০ লাখ অডিও ন'মু'না বিশ্লে'ষণ করে। 

গবেষকেরা দেখেন, তাদের তৈরি য'ন্ত্রটি নি'খুঁ'তভাবে দৈনন্দিন অসু'স্থ হওয়ার হার পূ'র্বাভা'স দিতে পারছে। তথ্য: পিটিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে