আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রে মহামা'রিতে রূপ নিতে যাচ্ছে বলে জনগণকে সত'র্ক করে দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও। বলেছেন, আসছে দিনগুলোতে এ ভাইরাস আরও মা'রা'ত্মক আকার ধা'রণ করবে নগরবাসীকে বাস্তবতার সঙ্গে ল'ড়াই করতে প্রস্তুত থাকতে হবে।
রবিবার মেয়র এনবিসির 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে বলেছেন, তার শহরকে জ'রুরিভাবে আরও বেশি চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসাকর্মী সরবরাহ করা খুব প্রয়োজন। এমন পরি'স্থিতিতে হোয়াইট হাউসের নিরব থাকার নি'ন্দাও জানিয়েছেন তিনি। মেয়র বলেন, তিনি মার্কিন সামরিক বাহিনীকে পরি'স্থিতি মো'কাবেলায় মাঠে নামানোর জন্য বলেছিলেন, কিন্তু হোয়াইট হাউস তার কথা শোনেননি।
এমন সং'কটময় পরি'স্থিতিতে মার্কিন নাগরিকরা যে পদক্ষেপগুলি নিয়েছেন সেটা হোয়াইট হাউসের থেকে অনেক বেশি কার্যকরি। সাধারণ নাগরিকরা হোয়াইট হাউজের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৬ হাজার ৯০৯ জন আ'ক্রা'ন্ত হয়েছেন। মা'রা গেছেন ৩৪৮ জন।
ইতোমধ্যেই দেশটির সবকটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে প্রা'ণঘা'তী এই ভাইরাস। আ'ক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে। বিশেষজ্ঞরা সত'র্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে যে হা'রে করোনায় মৃ'তের সংখ্যা বাড়ছে তাতে অন্তত ১০ লাখ নাগরিক আ'ক্রা'ন্ত হতে পারেন।