রবিবার, ২২ মার্চ, ২০২০, ০৯:৫০:০০

চাচাতো বোন প্রিন্সেস বাসমাহকে অপহ'রণ করেছেন সৌদি প্রিন্স সালমান

চাচাতো বোন প্রিন্সেস বাসমাহকে অপহ'রণ করেছেন সৌদি প্রিন্স সালমান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ নারী স্বাধীনতা নিয়ে সরব ছিলেন। এটাই তার কা'ল হয়ে দাঁড়ায়। এক বছর ধরে নিখোঁ'জের পর জানা যায় বিন সালমান তাকে অ'পহ'রণ করেছেন। প্রিন্সেস বাসমাহকে রাখা হয়েছে সৌদির আল-হায়ার কারাগারে। প্রিন্সেস বাসমাহ তার মেয়েকে নিয়ে সৌদি থেকে পালিয়ে সুইজারল্যান্ডে চলে যেতে চেয়েছিলেন কিন্তু তাতে বা'ধ সাধে সৌদি শাসক।

রাজনৈতিক সংস্কারও দাবি করেছিলেন বাসমাহ। গত বছর ২৮ ফেব্রুয়ারি জেদ্দায় প্রিন্সেস বাসমাহকে তার বাসা থেকে ৮ জনের এক অ'জ্ঞা'ত পরিচয়ের দল তাকে তুলে নিয়ে যায়। প্রিন্সেস বাসমাহর পরিবার জানে না কবে তিনি মুক্তি পাবেন। ২০১৬ সালে প্রিন্সেস বাসমাহ সৌদি আরবে ফিরে আসেন। তখনকার সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন নায়েফ তার নিরা'পত্তা নি'শ্চিত করেন।

প্রিন্সেস বাসমাহ তার পিতার প্রচুর জমির মালিকানা ও সুইস ব্যাংকের একাউন্টের ২ বিলিয়ন ডলার ফিরে পেতে চান। পিতার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা দাবি থেকে বি'রত থেকে সাধারণ নারী হিসেবে বাস করার অ'ঙ্গীকার করলেই কেবল প্রিন্সেস বাসমাহ মুক্তি পেতে পারে বলে স্পেনের মিডিয়া এবিসি'র প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে