আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাসে সং'ক্র'মিত হওয়ার যেসব ল'ক্ষ'ণ এতদিন ধ'রে বলা হচ্ছিল; তার সঙ্গে এবার আরও একটি ল'ক্ষ'ণ যোগ হয়েছে। ঘ্রা'ণশ'ক্তি লোপ পাওয়ার এই ল'ক্ষ'ণেও চেনা যাবে করোনায় আক্রা'ন্তকে।ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ সম্ভা'ব্য নতুন এই ল'ক্ষণের কথা জানিয়েছে বলে রোববার বিবিসি এক প্রতিবে'দনে বলা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সর্দি, হাঁ'চি-কা'শি, জ্ব'র, শ্বাসক'ষ্ট, শরীরে ব্য'থা ছাড়াও করোনায় আক্রা'ন্তরা ঘ্রাণশ'ক্তিহী'ন হয়ে পড়েন। কোনও বস্তুর ঘ্রাণ পান না তারা। তবে ব্যাপারটি এখনও পু'রোপু'রি নিশ্চিত নয়।
ফ্রান্সের স্বাস্থ্য সেবার প্রধান জেরোমি সালমন বলেন, যাদের নাক ব'ন্ধ নয় বা এ রকম কোনও রো'গ নেই কিন্তু হঠাৎ করে কিছুর ঘ্রা'ণ পাচ্ছে না তারা এই ভাইরাসে সং'ক্র'মিত হয়ে থাকতে পারেন।তিনি বলেন, বিশ্বজু'ড়ে ব্যা'পকহা'রে করোনায় আক্রা'ন্ত হওয়ার পরিপ্রে'ক্ষিতে দেখা যাচ্ছে আক্রা'ন্ত অনেকের অন্যসব লক্ষ'ণ নেই কিন্তু তারা ঘ্রাণশ'ক্তি হা'রাচ্ছেন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অ'স্তি'ত্ব ধ'রা পড়ে; এরপর তা বিশ্বজু'ড়ে ছ'ড়িয়ে পড়েছে। এই ম'হামা'রিতে এখন পর্যন্ত মৃ'ত্যু হয়েছে ১৩ হাজারের বেশি মানুষের; আক্রা'ন্তের সংখ্যা ৩ লাখ ছা'ড়িয়েছে।