সোমবার, ২৩ মার্চ, ২০২০, ০১:৩১:১৬

করোনা আক্রা'ন্তদের সেবা করতে গিয়ে তরুণ সমাজকর্মী নাতাশার মৃত্যু

করোনা আক্রা'ন্তদের সেবা করতে গিয়ে তরুণ সমাজকর্মী নাতাশার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহানে প্রথমবারের মতো ধ'রা পড়ে প্রাণঘা'তী করোনা ভাই'রাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৮৮টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আ'ক্রা'ন্ত হয়েছেন কমপক্ষে ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন, মৃ'ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জন। সারাবিশ্বে অন্তত ৯৫ হাজার ৭৯৭ জন রোগী চিকিৎসার মাধ্যমে করোনামু'ক্ত হয়েছেন।

এদিকে, এ ভাইরাসের কড়া'ল থা'বায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৬ হাজার ৮৫৯ জন আ'ক্রা'ন্ত হয়েছেন। এছাড়া ৩৪৮ জন মৃ'ত্যু বরণ করেছেন। এমন স'ঙ্ক'টময় মুহূর্তে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বিভিন্ন দেশের সেচ্ছাসেবীরা। তেমন একজন নাতাশা ওট (৩২)। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউজ ওরলিন্সের নিজ ফ্ল্যাট থেকে ওই তরুণ সমাজকর্মী ম'রদেহ উ'দ্ধার করা হয়।
 
তার বন্ধু জশ অ্যান্ডারসন ফেসবুক পোস্টে বলেন, নাতাশার স্বাস্থ্য ভালো ছিল। বৈশ্বিক মহামা'রীতে আক্রা'ন্ত অন্যদের তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। নিজেকে, প্রিয়জনকে এবং সবাইকে নিরা'পদ রাখার সময় এখনই। কিন্তু গত ১০ মার্চ তার শরীরে সর্দির ল'ক্ষণ দেখা দেয়। এটি শ্বা'স-প্রশ্বা'সজ'নিত ঠা'ণ্ডা ও কিছুটা জ্ব'রও বলে নিজের ছেলেবন্ধুকে জানান ওই সমাজকর্মী। 

নিজের কর্মস্থলেই তিনি করোনা ভাইরাসের পরীক্ষা করতে পারতেন, কিন্তু সেখানে মাত্র পাঁচটি কিট অবশিষ্ট ছিল। নিজের ঝুঁ'কি বেশি না বলে মনে করে অতিঝুঁ'কিপূর্ণ লোকদের জন্য তিনি কিটগুলো ছেড়ে দেন। পরে চিকিৎসকের কাছে গিয়ে ফ্লুর পরীক্ষা করলে তাতে নেগেটিভ আসে। 

শুক্রবার ছেলেবন্ধুকে বার্তা পাঠিয়ে সে জানায়, আমি মনে করছি না যে আমার কোনো পরীক্ষা লাগবে, যদি না আমার জ্বর আসে। সব কিছুই ভালো যাচ্ছে। কিন্তু সপ্তাহের শেষ দিনে তিনি ক্লান্ত হয়ে যান এবং তার জ্ব'র আসে। অতিরিক্ত ঝুঁ'কিপূর্ণ রো'গীদের কিট সুর'ক্ষার পর তিনি অসুস্থ হয়ে পড়লে ফ্লু ভাই'রাস তাকে আ'ক্রা'ন্ত করেছে কিনা; সেই অপেক্ষায় ছিলেন এই এইচআইভি কাউন্সেলর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে