সোমবার, ২৩ মার্চ, ২০২০, ০৫:২৫:০৬

সেরে উঠেছেন লক্ষাধিক মানুষ, করোনার আত'ঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব!

সেরে উঠেছেন লক্ষাধিক মানুষ, করোনার আত'ঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব!

আন্তর্জাতিক ডেস্ক : ঘুরে দাঁড়াচ্ছে পৃথিবী! করোনার আত'ঙ্ককে হার মানাচ্ছে সচেতনতা। ফলপ্রসূ হচ্ছে চিকিত্‍সকদের জীবনপণ ল'ড়াই। করোনা যেমন ক্র'মশ নিজের করা'ল থা'বায় হাজার মানুষের প্রা'ন কে'ড়ে নিচ্ছে, তেমনি মা'রণ ভাইরাসের ক'বল থেকে হাজার হাজার মানুষকে ফিরিয়ে আনছে চিকিত্‍সকদের নিরলস পরিশ্রম।

পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই গোটা বিশ্বের প্রায় এক লক্ষ মানুষেরও বেশি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন করোনার ক'বল থেকে। এদের অনেকেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। বাড়ি ফিরে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন বেশিরভাগই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরকারি ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৯৯ হাজার মানুষ করোনা আক্রা'ন্ত হওয়ার পরও পুরপুরি সুস্থ হয়ে গিয়েছেন। বেসরকারি হিসেবে সংখ্যাটা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত মৃ'ত্যু হয়েছে মোট ১৫ হাজারের আশেপাশে। অর্থাৎ‍, মৃ'ত্যুর তুলনায় সুস্থতার পরিমাণ কয়েকগু'ণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সরকারি হিসেবে এখনও পর্যন্ত আ'ক্রা'ন্ত হয়েছেন ৩ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি মানুষ। 

অর্থাৎ, প্রত্যেক ৭ জন আ'ক্রান্তের মধ্যে ২ জন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। ভারতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়লেও সুস্থতার সংখ্যাটাও আশাপ্রদ। মৃ'ত্যুর তুলনায় এদেশেও সুস্থতার সংখ্যাটাই বেশি। এই পরিসংখ্যান ক্র'মশ আশা জাগাচ্ছে চিকিত্‍সকদের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছে করোনার সং'ক্র'মণের গতির তুলনায় এতে মৃ'ত্যুর হার একেবারেই উদ্বে'গজনক নয়। করোনায় মৃ'ত্যুর হার ২ শতাংশেরও কম। 

তাছাড়া ৮৫ শতাংশ আ'ক্রা'ন্তের মধ্যে এর প্রভা'ব একেবারেই ন'গ'ণ্য। শুধু সচেতনতার প্রসার ঘটাতে পারলেই এই রোগকে রু'খে দেওয়া সম্ভব। তবে এত আশার কথার মধ্যেও উ'দ্বে'গ বাড়াচ্ছে আ'ক্রা'ন্তের সংখ্যা। বিশ্বব্যাপী আ'ক্রা'ন্তের সংখ্যাটা সত্যিই উ'দ্বে'গজনকভাবে বাড়ছে। যা নিয়'ন্ত্রণ করতে আরও ক'ড়া পদক্ষে'প নিতে হবে আ'ক্রা'ন্ত দেশগুলিকে। সচেতন করতে হবে নাগরিকদের। এ বিষয়ে ভারতের মতো দেশগুলির সত্যিই প্রশংসা প্রাপ্য। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে