সোমবার, ২৩ মার্চ, ২০২০, ০৭:৪২:৫৭

'হয় ঘরে বসে থাকুন না হলে জেলে', করোনা নিয়ে লকডাউন কার্যকরে আরও কড়া ভারত

'হয় ঘরে বসে থাকুন না হলে জেলে', করোনা নিয়ে লকডাউন কার্যকরে আরও কড়া ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বার বার স'ত'র্ক করা সত্ত্বেও করোনা ভাইরাসের প্রকো'পকে তেমন গু'রু'ত্ব দিয়ে দেখছেন না বহু মানুষ। সোমবার সকালেই তা নিয়ে টুইটারে অস'ন্তোষ প্রকাশ করেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই ভারত সরকারের তরফে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হল, লকডাউন কার্যকর করতে প্রয়োজনে ক'ড়া পদক্ষেপ করতে হবে। 

'হয় ঘরে বসে থাকুন না হলে জেলে' কার্যত করোনা নিয়ে লকডাউন কার্যকরে এমনই ক'ড়া পদক্ষেপ ভারত সরকারের। যে বা যারা সরকারি নির্দেশিকা ল'ঙ্ঘ'ন করবেন, তাদের বি'রু'দ্ধে আইনি পদক্ষেপ করার নির্দে'শও দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের প্রকো'পে দেশের ৭৫ এর বেশি জেলায় লকডাউনের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারের পরামর্শ অনুযায়ী আরও কিছু জেলায় লকডাউন করা হয়েছে। এই সময়ের মধ্যে জ'রু'রি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে পা রাখতে নিষে'ধ করা হচ্ছে। 

কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ এই নির্দে'শ মানছেন না বলে বিভিন্ন জায়গা থেকে অ'ভিযো'গ এসেছে। তাতেই এ দিন রাজ্যগুলির কাছে নোটিস জা'রি করে কেন্দ্র সরকার। তাতে বলা হয়, সরকারি নির্দে'শের ল'ঙ্ঘ'ন চোখে পড়লে এ বার থেকে ১৮৮ ধা'রায় পদক্ষেপ করতে হবে। সাধারণ মানুষের নিরা'পত্তার স্বার্থে ইতিমধ্যেই একাধিক রাজ্যে ১৪৪ ধারা জা'রি করা হয়েছে। 

চার জনের বেশি জমায়েত নি'ষি'দ্ধ করা হয়েছে সেখানে। তার পরেও কেউ যদি সরকারি নি'র্দে'শ ল'ঙ্ঘ'ন করে, তা হলে ১৮৮ ধারা অনুযায়ী ২০০ টাকার জরি'মানা-সহ ১ মাসের জেল হতে পারে নিয়ম ল'ঙ্ঘ'নকারীর। তার জন্য অন্য কারও জীবন ও নিরা'পত্তা বি'ঘ্নি'ত হলে, সে ক্ষেত্রে জেল হতে পারে ছ'মাস পর্যন্ত। দিতে হতে পারে ১০০০ টাকা জরি'মানাও।

পড়শি দেশ চিন গত চারমাস ধরে নোভেল করোনার বি'রু'দ্ধে ল'ড়াই চালিয়ে গেলেও, ভারতে এই ভাই'রাস থা'বা বাসায় চলতি মাসের শুরু দিকেই। কিন্তু তার প্রভাবে গত কয়েক দিনেই পরি'স্থিতি চ'রমে উঠেছে। সোমবার সকাল পর্যন্ত ভারতে চার শতাধিক মানুষ কোভিড-১৯ ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। প্রাণ হা'রিয়েছেন ৭ জন। তাতেই ক'ড়া পদক্ষেপ করতে স'ক্রিয় হয়েছে সরকার। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে