সোমবার, ২৩ মার্চ, ২০২০, ০৮:২৯:১৮

'আমি সমাজের শত্রু', লকডাউন ভাঙলেই লিফলেট ধ'রাচ্ছে প্রশাসন

'আমি সমাজের শত্রু', লকডাউন ভাঙলেই লিফলেট ধ'রাচ্ছে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সং'ক্র'মণ রু'খতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দে'শ মেনে সবরকম প্রতিরো'ধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে তারা। রবিবার দেশজুড়ে জনতা কারফিউ চলার মাঝেই বেশিরভাগ রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু, তারপরও কিছু মানুষ সরকারে নির্দে'শ উপেক্ষা করে প্রকাশ্যে রাস্তায় ঘোরাঘুরি করছে। 

কোনওরকম দরকার আর হেলমেট ছাড়াই বাইকে চে'পে দু'তিনজন করে ঘুরছে। এই পরি'স্থিতিতে ক'ড়া পদক্ষে'প নিল উত্তরপ্রদেশ সরকার। লকডাউন ভে'ঙে রাস্তায় বেরোলেই তাদের হাতে একটি করে লিফলেট ধ'রিয়ে হচ্ছে। তাতে লেখা আছে, 'আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকতে চাই না।' রবিবার সারাদিন এই দৃশ্য চোখে পড়ল উত্তরপ্রদেশের বরেলিতে। এমনকী কিছু মানুষের হাতে এই পোস্টার ধ'রিয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে। তারপরই ভাই'রাল হয়েছে সেই ছবি।

যা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরপ্রদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করছেন নে'টিজেনরা। তাদের মধ্যে কেউ কেউ বলছেন, শুধু লিফলেট ধ'রিয়ে বা সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই ধরনের মানুষের হুঁ'শ ফেরানো যাবে না। পিছনে লাথি মে'রে বাড়িতে ঢুকিয়ে দিতে হবে। আবার অনেকের মতে, এই ধরনের মানুষরা আসলে ম'রতে চাইছে। তাই সারা বিশ্বের অবস্থা দেখেও শোধরাচ্ছে না। ফলে ওদের বাঁচিয়ে না রেখে গু'লি করে মে'রে দেওয়া হোক। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে