সোমবার, ২৩ মার্চ, ২০২০, ১১:৫৪:২৩

সং'কট জেনেই এগিয়ে এলেন মুকেশ আম্বানী, রাতারাতি তৈরি করলেন করোনা-হাসপাতাল!

সং'কট জেনেই এগিয়ে এলেন মুকেশ আম্বানী, রাতারাতি তৈরি করলেন করোনা-হাসপাতাল!

আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বে ভ'য়াল থেকে ভ'য়'ঙ্কর রূপ ধ'রেছে করোনা। হুহু করে বাড়ছে আক্রা'ন্তের সংখ্যা। গত ৩ দিনে সবচেয়ে বেশি মানুষের শরীরে করোনা সং'ক্রমণ ধ'রা পড়ল ভারতে। আক্রা'ন্তের সংখ্যা পৌঁছে দাঁড়িয়েছে ৪৬৭। এমন সঙ্ক'টজনক পরি'স্থিতিতে লড়া'ইয়ে এগিয়ে এলেন মুকেশ আম্বানি ও তার সংস্থা রিলায়েন্স ইন্ড্রাস্টিস।

শুধুমাত্র করো'না সং'ক্রমণের চিকিত্‍সার জন্য তৈরি হল রিলায়েন্সের করোনা-হাসপাতাল। ভারতের প্রথম এই করোনা হাসপাতাল তৈরি হতে সময় লেগেছে মাত্র দু'সপ্তাহ। রবিবার নতুন করে ৮১ জনের দেহে ধ'রা পড়েছে কোভিড ১৯। অন্যদিকে বাড়ছে মৃ'ত্যুও। কলকাতায় প্রথম করোনা রোগীর মৃ'ত্যু হল সোমবার। এই নিয়ে ভারতে করোনা প্রাণ কা'ড়ল ১০ জনের। 

এই ভয়ঙ্কর অবস্থার সঙ্গে লড়া'ইয়ের জন্য ভারতের ৮০টিরও বেশি জেলায় লকডাউন। এই পরি'স্থিতিতে সোমবার মুম্বাইতে উদ্বোধন হল রিলায়েন্সের এই করোনা হাসপাতালের। করোনা সং'ক্রমণের চিকিত্‍সার জন্য সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো সহ তৈরি এই হাসপাতাল। বর্তমানে এখানে একসঙ্গে ১০০ জন করোনা আ'ক্রান্তের চিকিত্‍সা সম্ভব। মহারাষ্ট্রের লোধিভালিতে আইসোলেশন তৈরি করল রিলায়েন্স।

শুধু অসুস্থ ব্যক্তির জন্য হাসপাতালই নয়, সারা দেশের চিকিত্‍সক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা করোনা ভাইরাসের সং'ক্রমণ রু'খতে প্রতিনিয়ত লড়া'ই করে যাচ্ছে তাদের জন্যেও উদ্যোগী রিলায়েন্স। প্রতিদিন ১০ লক্ষ ফেস মাস্ক তৈরির সংকল্প নিয়েছে এই সংস্থা। একইসঙ্গে এমন স'ঙ্ক'টজনক পরি'স্থিতিতে সাধারণ মানুষের সাহা্য্যার্থে বিনামূল্যে দুবেলা খাবার এবং ফ্রি ফুয়েল সরবরাহের মতো একগুচ্ছ সুবিধা দেওয়ার কথাও এদিন জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে