মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ০১:১৪:৩১

করোনার সংক্রমণ ঠেকাতে ভারতে জেল থেকে তিন হাজার ব'ন্দিকে মুক্তি

করোনার সংক্রমণ ঠেকাতে ভারতে জেল থেকে তিন হাজার ব'ন্দিকে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : আগামী কয়েকদিনে দিল্লির তিহার জেল ‌থেকে তিন হাজার ব'ন্দিকে প্যারো'লে মুক্তি দেওয়া হবে। দেশজুড়ে চলছে করোনা ভাইরাস সং'ক্রমণের ভ'য়। এখনও পর্যন্ত দেশের মোট ১৯টি রাজ্য ও কেন্দ্রশা'সিত অঞ্চলে সম্পূর্ণ লকডাউন চলছে। বন্ধ রেল চলাচল। কেবল মালগাড়ি চলছে। এই পরি'স্থি'তিতে আগামী ৩-৪ দিনের মধ্যে প্রায় তিন হাজার ব'ন্দিকে ছাড়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তিহার জেল কর্তৃপক্ষ। 

এর মধ্যে ১৫০০ কয়েদি রয়েছে যারা আলাদা আলাদা অ'পরাধে সা'জাপ্রাপ্ত। তাদের প্যারোলে ছাড়া হবে। এছাড়াও মুক্তি পাবেন এমন ১৫০০ কয়েদি রয়েছেন যারা বিচারাধীন ব'ন্দি। করোনা ভাইরাসের সং'ক্র'মণ ঠে'কানোর জন্য এক ও একমাত্র উপায় হিসেবে বারবারই বলা হচ্ছে, একসঙ্গে বেশি লোকজনের না থাকা এবং সর্বোচ্চ পরি'চ্ছন্নতা মেনে চলা। এই অবস্থায় জেলের অস্বাস্থ্যকর পরিবেশে একসঙ্গে অত ব'ন্দির থাকা নিরা'পদ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

এই কথা বিবেচনায় রেখে এদিনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। জেলব'ন্দিদের সুর'ক্ষার কথা ভেবে দেশের সমস্ত কারাগারকে সং'ক্র'মণ মুক্ত করার নি'র্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই রায়ে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বিচারাধীন ব'ন্দি ও সাজাপ্রা'প্ত ব'ন্দিদের জামিনে অথবা প্যারোলে মুক্তি দিতে হবে। এরপরে পরেই তিহার জেল কর্তৃপক্ষ হাজার তিনেক ব'ন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে দা'গি অ'পরা'ধীদের মুক্তি দেওয়া হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে