মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ১০:২৩:০৯

করোনায় নিজের জীবন দিয়ে অপরিচিত তরুণ মুসলিম রোগীকে বাঁচালেন বৃদ্ধ খ্রিস্টান যাজক

করোনায় নিজের জীবন দিয়ে অপরিচিত তরুণ মুসলিম রোগীকে বাঁচালেন বৃদ্ধ খ্রিস্টান যাজক

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রা'ন্ত এক ইতালিয়ান খ্রিস্টান যাজক নিজের জীবন দিয়ে করোনায় আক্রা'ন্ত  অপরিচিত  তরুণ মুসলিম রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ৭২ বছর বয়সী যাজক জিউসেপ বেরেরডেল্লি করোনায় আক্রা'ন্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তিনি শ্বাস-প্রশ্বাস চালু রাখার কৃত্রিম যন্ত্র নিজে না নিয়ে আরেক জনকে দিয়ে দেন। তিনিও করোনায় আক্রা'ন্ত ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইতালির লভেরা হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন জিউসেপ বেরেরডেল্লি। একপর্যায়ে তার শ্বা'স-প্রশ্বা'স চালু রাখার কৃ'ত্রিম যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু একই সঙ্গে তার চেয়ে তরুণ একজনের দরকার পড়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখার কৃত্রিম যন্ত্র। তাই তিনি নিজে ওই য'ন্ত্র না নিয়ে অপরিচিত মুসলিম তরুণ রোগীকে দিয়ে দেন। 

চলতি মাসে ইতালিতে ৬০ জন যাজক করোনায় আ'ক্রা'ন্ত হয়ে মা'রা যান। তার মধ্যে অন্যতম ছিলেন জিউসেপ বেরেরডেল্লি। তিনি গত সপ্তাহে করোনায় আক্রা'ন্ত হয়ে মা'রা যান। তিনি তার শ্বাস-প্রশ্বাস চালু রাখার কৃত্রিম যন্ত্র অন্যজনকে দিয়ে দেওয়ার কারণে মা'রা'ত্মক অসুস্থ হয়ে মা'রা যান। তবে যে ব্যক্তিকে ওই যন্ত্র দেওয়া হয়েছে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

নিউ ইয়র্ক জেসুইট প্রিস্ট জেমস মার্টিন একট টুইট বার্তায় বলেন, তিনি আ'ত্মত্যা'গ করেছেন। তিনি শহীদ। বেরেরডেল্লি ছিলেন সেন্ট ম্যাক্সিমিলিয়ান কোলবের মতো যাজক। তার এই টুইট বার্তায় অনেকেই রিটুইট করছেন। অনেকেই বলছেন, তিনিই ছিলেন আসল যাজক। সূত্র : ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে