মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ১০:৪৩:৩৫

'লকডাউন' অমান্য করায় জরিমানা, রাগে নতুন গাড়ি পু'ড়িয়ে দিলেন ড্রাইভার!

'লকডাউন' অমান্য করায় জরিমানা, রাগে নতুন গাড়ি পু'ড়িয়ে দিলেন ড্রাইভার!

আন্তর্জাতিক ডেস্ক: মা'রাত্ম'ক ছোঁ'য়াচে করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়া ঠে'কাতে বিশ্বের প্রায় সব দেশে 'লকডাউন' ঘো'ষণা করা হয়েছে। রাস্তায় যান ও জনগণের চলাচল নি'ষি'দ্ধ করা হয়েছে। তবে অনেকেই নিয়ম ভ'ঙ্গ করে বাইরে বে'রু'চ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী অনেককে গ্রে'প্তার করে সা'জা দিচ্ছে। তবে এবার লেবাননের এক ট্যাক্সি ড্রাইভার যেটা ঘ'টালেন সেটা অনেকটা চ'মকে যাওয়ার মতো।

লকডাউন অমা'ন্য করে রাস্তায় গাড়ি নিয়ে বে'রিয়েছিলেন তিনি। পুলিশ তাকে আ'টক করে জ'রিমা'না করায় শহরের প্রধান সড়কে নিজের নতুন গাড়ি আ'গুন দিয়ে পু'ড়িয়ে দিলেন তিনি।

মঙ্গলবার রাজধানী বৈরুত বিমানবন্দরের প্রধান সড়কে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলেন ওই চালক। পরে পুলিশ তাকে নোভেল করোনাভাইরাস ছ'ড়িয়ে দেওয়ার অপ'রাধে আ'টক করে জ'রিমা'না করে। এর পর উ'ত্তেজিত' হয়ে তিনি আ'গুন দিয়ে নিজেই নতুন গাড়িটি পু'ড়িয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি সাদা রেনল্ট গাড়ি আ'গুনে জ্বলছে। লেবাননের সেনাবাহিনীর সদস্যরা সেটা নি'ভা'নোর চে'ষ্টা করছেন। এসময় স্প'ষ্ট চিৎ'কার-চেঁ'চামে'চি শোনা যাচ্ছিল।

গত সপ্তাহের শেষে লেবাননের সাম'রিক ও সুর'ক্ষা বাহিনী কোভিড-১৯ করোনভাইরাস আ'টকা'নোর জন্য চূড়া'ন্ত প্রয়োজনীয়তা ছাড়া মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। আদেশ অমা'ন্যকারীদের ক'ঠোর সা'জা দেওয়া হচ্ছে।করোনাভাইরাসে লেবাননে এখন পর্যন্ত ৩০৪ জন আক্রা'ন্ত হয়েছে। মৃ'ত্যু হয়েছে চার জনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে