মঞ্চে গায়কের সঙ্গে তরুণীদের কাণ্ডে শ্রীলঙ্কায় নিন্দার ঝড়
আন্তর্জাতিক ডেস্ক: কনসার্টের প্রতি সকল দেশের তরুণ-তরুণীরই থাকে আলাদা দুর্বলতা। কনসার্টে সাধারণত গায়কের গানের সঙ্গে নাচ গানে ব্যস্ত থাকে তরুণ ভক্তরা। শ্রীলঙ্কার রাজধানী এনরিকে ইগলেসিয়াস নামের ওই শিল্পীর কনসার্টের দৃশ্যটিও তেমন ছিল। কিন্তু কনর্সাট চলার এক পর্যায়ে প্রহরার কঠোর বেষ্টনী ভেঙ্গে মঞ্চে উঠে পড়ে একদল তরুণী। মঞ্চে উঠেই তারা তাদের প্রিয় গায়ককে চুম্বনের চেষ্টা করে।
তরুণীদের এমন আচরণে গোটা শ্রীলঙ্কায় নিন্দার ঝড় সৃষ্টি হয়েছে। দেশের মেয়েদের এমন আচরণকে অসভ্যের আচরণ বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
তিনি বলেছেন, এ ধরণের আচরণ শ্রীলঙ্কার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়।
কিন্তু তবু ঐ আচরণের জন্য মেয়েদের নয়, বরং আয়োজকদের ধরে বিষাক্ত ষ্টিংরের লেজ দিয়ে বানানো চাবুক দিয়ে পেটানো উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট।
মধ্যযুগে শ্রীলঙ্কায় এ ধরণের শাস্তির বিধান ছিল।
ইগলেসিয়াস গত সপ্তাহে কলম্বোর রাগবি স্টেডিয়ামে এক কনসার্টে গান করেন।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের মালিক ক্রিকেটের সাবেক বিশ্ব তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধানে।
প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল