বুধবার, ২৫ মার্চ, ২০২০, ০৫:০৮:৫৫

লকডাউনের নির্দে'শনা অমা'ন্য করায় কান ধ'রে 'ওঠাবসা' করাল পুলিশ

লকডাউনের নির্দে'শনা অমা'ন্য করায় কান ধ'রে 'ওঠাবসা' করাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: কথার অবা'ধ্য হয়েছে ছাত্র। পড়া করে আসেনি। শিক্ষক তাই শ্রেণিকক্ষে সবার সামনে কান ধ'রে ও'ঠাব'সা ক'রাচ্ছেন সেই ছাত্রকে। হাতে বেত নিয়ে জিজ্ঞাসা করছেন, 'কি আর হবে এমন? এরপর থেকে পড়া করে আসবি?' আর বে'ত্রাঘা'তের ভ'য়ে সেই ছাত্রও বা'ধ্যের মতো ঘাড় না'ড়িয়ে সম্ম'তি জানাচ্ছে।

শ্রেণিকক্ষের সেই ছবিই উঠে এল এবার ভারতের রাস্তায়। ল'কডা'উনের নির্দে'শনা না মেনে চলায় রাস্তার উপর কান ধ'রে ও'ঠাব'সা করাল পুলিশ। এই ঘ'টনা ঘ'টেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদার ইংলিশ বাজারে। যুবক থেকে বৃদ্ধ, সকলকেই দেখা গেল পুলিশের লাঠির সামনে রাস্তার উপর দাঁড়িয়ে কান ধ'রে ওঠাবসা করতে।
  
গত সোমবার থেকেই কা'র্ফু জা'রি হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের অধিকানংশ পৌর এলাকায়। কোথাও কোথাও জা'রি হয়েছে ১৪৪ ধা'রা। পুলিশ জানিয়েছে, কার্ফুর তো'য়াক্কা না করেই রাস্তায় বার হচ্ছে লোকজন। তারা সরকারি নিষে'ধাজ্ঞা অমা'ন্য করছিলেন। তাই ক'ড়া হতে হয়েছে পুলিশকে। রাস্তায় ঘু'রে বেড়াতে দেখলেই আ'টক করে জিগজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই ব্যক্তি বা নারীকে। তারপরেই কান ধ'রে ওঠাবসা।

গতকাল মঙ্গলবার সকালে মালদার রাস্তায় এমন ওঠাবসার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারাইটরা কেউ বলেছেন, নির্দে'শনা না মানলে স্কুলের দিন মনে করিয়ে দেবে পুলিশ। আবার কারও ম'ন্ত'ব্য, আমরা সুস্থ থাকলেই দেশ সুস্থ থাকবে। লকডাউন না মানলেই শা'স্তি দিক পুলিশ।

করোনাভাইরাসের সং'ক্র'মণ ঠে'কাতে ইতিমধ্যেই ভারতজু'ড়ে ৩০টি রাজ্য ও কে'ন্দ্রশা'সিত অঞ্চলের ৫৪৮টি জেলায় লকডাউন জা'রি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব রাজ্যে লকডাউন চালুর পরেও রাস্তায় না'মতে দেখা গেছে অনেক মানুষকে। আইন ল'ঙ্ঘ'নের অভি'যোগে ইতিমধ্যেই ৯০০ জনের বিরুদ্ধে অভি'যোগ দায়ের করেছে পুলিশ। লকডাউনকে কা'র্যক'রী করতে কা'র্ফু জা'রি করেছে ভারত সরকার। কোনও কোনও রাজ্যে ১৪৪ ধা'রাও জা'রি করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরো'ধে আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত গো'টা ভারতে ২১ দিনের লকডাউন ঘো'ষণা করেছেন নরেন্দ্র মোদি। নিজের ও পরিবারের সুস্থতার লক্ষ্যে সবাইকে এই ২১ দিন ঘরে থাকার জন্য, দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে