বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ০১:৩৪:৪৮

'সাহস থাকলে আমাকে সরা', তলোয়ার হাতে দাঁড়িয়ে পুলিশকে হু'মকি মহিলার!

'সাহস থাকলে আমাকে সরা', তলোয়ার হাতে দাঁড়িয়ে পুলিশকে হু'মকি মহিলার!

আন্তর্জাতিক ডেস্ক : করোনার বিস্তার রু'খতে 'লকডাউন' করা হয়েছে পুরো ভারত। দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আ'ক্রা'ন্তের সংখ্যা। জনগণকে বাইরে বেরুতে নিষে'ধ করা হয়েছে। এরই মধ্যে উত্তরপ্রদেশে লকডাউন ভে'ঙে বুধবার সকালে ধর্মসভা শুরু করেছিলেন একদল মানুষ। খবর পেয়ে সেখানে এসে পড়ে দুই ট্রাক ভর্তি পুলিশ। 

সে সময় টকটকে লাল শাড়ি পরা এক মহিলা। নিজেকে 'মা আদি শক্তি' দাবি করে পুলিশের সামনে এসে দাঁড়ান। পুলিশ গড ওম্যানকে সরে যেতে বলতেই তিনি বের করেন তলোয়ার। এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায় ধ'রা পড়েছে সেই ছবি। পরে অবশ্য দেখা গেছে, মহিলা পুলিশরা তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। পুলিশের দাবি, ভক্তদেরও মৃদু লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া গেছে। তাদের অনেকে বিহার থেকে এসেছিলেন। 

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে লকডাউনের নি'র্দে'শ দিয়েছেন। সোশ্যাল ডিসট্যান্সিং-এর কথাও বলেছেন। সেই নির্দেশ অমা'ন্য করে এদিন সকালে ধর্মীয় সভা করছিলেন গড ওম্যান। লখনউ থেকে ৩০০ কিলোমিটার দূরে দেওরিয়া জেলায় মেহদা পূর্বা অঞ্চলে ওই মহিলা বাস করেন। এদিন তার ধর্মসভায় প্রায় ১০০ জন জড়ো হন। স্থানীয় কোনো বাসিন্দা গোপনে পুলিশকে খবর দেন। 

পুলিশ ঘটনাস্থলে এসে ঘোষণা করে, আপনারা অবিলম্বে বাড়ি চলে যান। না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। লাঠিচার্জের মুখে ভক্তদের পালাতে দেখা যায়। গড ওম্যানকে যখন পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল, তাকে বলতে শোনা যায়, আমি নিজের ইচ্ছায় থানায় যাচ্ছি। ভারতে একের পর এক রাজ্যে করোনা ভাইরাসের সং'ক্র'মণ ছড়িয়ে পড়ায় প্রথম‌ে একদিনের জনতা কার্ফু পালনের ডাক দেন প্রধানমন্ত্রী মোদি। 

এর পরে বিভিন্ন রাজ্য সরকার আলাদা আলাদা ভাবে লকডাউন ঘোষণা করে। তারই মধ্যে গোটা দেশ ২১ দিনের ‌জন্য লকডাউন বলে মঙ্গলবার রাতে জানিয়ে দেন মোদি। এই লকডাউনের উদ্দেশ্য একটাই–যাতে মানুষের সঙ্গে মানুষের সং'স্প'র্শ কম হয়। কেউ যাতে কোনও জমায়েত না করতে পারে তার জন্য নজর রাখছে রাজ্য প্রশাসনও। লকডাউনের জন্য গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

তাতে লকডাউনের সময়ে কী কী খোলা থাকবে, কী কী ব'ন্ধ থাকবে তার বিস্তারিত বিবরণ দেওয়ার পাশাপাশি লকডাউনের সময়ে কারও মৃত্যু হলে কী ভাবে সৎকার হবে তা নিয়েও গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্র। তাতে স্পষ্ট করেই বলা রয়েছে সৎকারের সময়ে বিশ জনের বেশি হাজির থাকা যাবে না। ভারতে এখন পর্যন্ত করোনায় আ'ক্রা'ন্তের সংখ্যা ৫৬২ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে