শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ০৭:২৩:২৪

এবার কুকুর শনা'ক্ত করবে করোনা রোগী!

এবার কুকুর শনা'ক্ত করবে করোনা রোগী!

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে আ'ঘা'ত হা'নে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মা'রা গেছেন ২৪,৯০৩ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন ৫,৫০,৫৩০ এবং সু'স্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,২৮,৭০১ জন।

দিন দিন মৃ'ত্যুর সংখ্যা বা'ড়লেও এখন করোনাভাইরাস প্রতিরো'ধে কোনো প্রতি'ষেধ'ক আবি'ষ্কার হয়নি। পর্যাপ্ত পরিমাণে কি'ট না থাকায় এই রো'গের শনা'ক্ত কাজেও হি'মশি'ম খাচ্ছে বিশ্বের সবগুলো দেশ।

এদিকে, করোনা শনা'ক্ত ভো'গা'ন্তি কা'টিয়ে উঠতে কুকুরের মাধ্যমে করোনাভাইরাসে আক্রা'ন্ত রোগী শনা'ক্ত করার চে'ষ্টা চালিয়েছে যাচ্ছে যুক্তরাজ্যের মেডিক্যাল ডি'টেক'শন ডগস নামের একটি দা'তব্য সংস্থা। 
শুক্রবার ওই সংস্থাটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। এ ভাই'রাস আক্রা'ন্ত রো'গী শনাক্তে কুকুরগুলোকে ছয় সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হবে। 

সংস্থারটির প্রতিষ্ঠাতা ক্লেইর গেস্ট বলেন, আমরা নিশ্চিত যে কুকুর করোনা আক্রা'ন্ত রো'গী শনা'ক্ত করতে পারবে।

মেডিক্যাল ডি'টেক'শন ডগস'র পক্ষ থেকে বলা হয়, কুকুররা যেন গ'ন্ধ শুঁ'কে করোনা আক্রা'ন্ত রো'গী শনা'ক্ত করতে পারে বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছে। গ'ন্ধ শুঁ'কে ম্যা'লেরি'য়া আক্রা'ন্ত রো'গীদের শনা'ক্ত করতে পারে কুকুর। এই ধা'রণা থেকেই তারা করোনাভাইরাসে কুকুরকে কাজে লা'গানোর চেষ্টা করছে। আর এ জন্য সংস্থাটি লন্ডন স্কুল অব হা'ইজি'ন এন্ড ট্র'পিকা'ল মেডিসিন এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। 

মেডিক্যাল ডি'টেক'শন ড'গস সংস্থাটি এর আগে ক্যা'ন্সার শনা'ক্ত করার জন্য কুকুরকে কাজে লাগিয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে